Retro: নস্টালজিয়া! কোথায় হারিয়ে গেল ৮০-র দশকের এই জিনিসগুলি?
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Retro: আমাদের জীবন থেকে প্রতিদিন কত কিছু হারিয়ে যায়! মানুষ, মুহূর্ত যেমন হারায়। ঠিক তেমন কিছু জিনিসকে আজ আমরা ভুলতে বসেছি। ছবিতেই আপনার বাচ্চাকে চেনান নিজের ছোটবেলা...
advertisement
1/10

আমাদের জীবন থেকে প্রতিদিন কত কিছু হারিয়ে যায়! মানুষ, মুহূর্ত যেমন হারায়। ঠিক তেমন কিছু জিনিসকে আজ আমরা ভুলতে বসেছি। যেমন এই বক্স টিভি। তখন টিভি চালানোর জন্য রিমোট ছিল না। অ্যালেক্সা ছিল না। আজ চাইলেও এই টিভি খুঁজে পাওয়া মুশকিল। সাদা-কালো টিভিতে দেখা যেত মাত্র দু'টি চ্যানেল। photo source facebook
advertisement
2/10
টেলিফোন। নম্বরে আঙুল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ডায়াল করার মজাই অন্য ছিল। আজকাল অবশ্য ঘরের শৌখিনতা বাড়াতে অনেকের বাড়িতে শো-পিস হিসেবে দেখা যায় এই টেলিফোন। photo source facebook
advertisement
3/10
হ্যাজাক। কেরোসিন তেল ভরে অনেক কষ্টে জ্বালাতে হত। তবে একবার জ্বললে এই আলোতেই জমে উঠত বিয়ে বাড়ি থেকে জলসা। আজ আর দেখা মেলে না এই জিনিসের। photo source facebook
advertisement
4/10
কুপি বা ল্যাম্প। এটি জ্বালাতেও কেরোসিন দরকার। লোডশেডিং হলে এক মাত্র ভরসা ছিল এই ল্যাম্প। আজ আর কোথায় দেখা পাওয়া যায়! তবে এই জিনিসটিও আজকাল ঘরে রাখে অনেকে সাজাবার জন্য। photo source facebook
advertisement
5/10
হ্যারিকেন। যদিও এর ব্যবহার আজকাল হয় না। তবুও গ্রামে গঞ্জে আজও দেখা পাওয়া যায় হ্যারিকেনের। কিন্তু একটা সময় বাড়িতে নিয়ম করে রাখতে হত হ্যারিকেন। photo source facebook
advertisement
6/10
টর্চ লাইট। আজকাল এই ধরণের টর্চও প্রায় দেখাই যায় না। photo source facebook
advertisement
7/10
টেপ রেকর্ডার। বাড়িতে আগে গান শোনা মানেই ছিল, ক্যাসেটে গান শোনা। টেপে গান বাজানো। আজকাল মোবাইল বা আইপড। photo source facebook
advertisement
8/10
ক্যাসেট। কিছুদিন আগেও ছিল এর রমরমা। আর ক্যাসেটে তার পেঁচিয়ে গেলে এভাবেই পেন্সিল দিয়ে প্রায় অনেকেই ঠিক করেছেন। কিন্তু আজকাল কোথাও পাওয়া যাবে না এই ক্যাসেট। photo source facebook
advertisement
9/10
টাইপ রাইটার। যদিও এখনও কার্ট চত্বরে দেখা মেলে। তবে একটা সময় এই মেশিনেই হত সব কাজ। কম্পিউটার, ল্যাপটপ আসায় আজ এর দেখা মেলা মুশকিল।photo source facebook
advertisement
10/10
রেডিও। সকালে রেডিওতে মহালয়া শুধু নয়। মোহনবাগান-ইস্টবেঙ্গল খেলা থেকে শুরু করে সব বিনোদন হত এই রেডিওতেই। আজকাল মোবাইলেই এফ এম চ্যানেলে কাজ চলে যায়। তার ওপর বাজারে এসেছে ক্যারভা। photo source facebook