Diamond Jewelry: ভারী সোনার গয়না নয়, হাল্কা সস্তার হিরে এখন বাজার কাঁপাচ্ছে! কত টাকা থেকে শুরু জানুন
- Reported by:Rudra Narayan Roy
- hyperlocal
- Published by:Pooja Basu
Last Updated:
স্বর্ণালংকার নয়, ভাগ্য ফেরাতে হিরের হালকা স্টাইলিশ গয়নায় ঝোঁক বাড়ছে নারীদের
advertisement
1/6

বছরের শুরুতেই স্বর্ণালঙ্কারের পাশাপাশি হিরের গয়নাতেও এখন নতুন প্রজন্মের ঝোঁক বাড়ছে। জ্যোতিষ শাস্ত্র মতে কিছু সময় হিরে পরলে যেমন যশ ও প্রতিপত্তি লাভের কথা বলছেন জ্যোতিষীরা, পাশাপাশি নানা রোগ থেকেও মুক্তি দিতে পারে এই রত্ন। (Rudra Narayan Roy)
advertisement
2/6
মধুমেহ বা চোখের রোগ সারিয়ে তুলতে অনেক ক্ষেত্রে হিরে সাহায্য করে বলেও জানা যায়। আর তাই আধুনিক প্রজন্মের ক্রেতাদের কথা মাথায় রেখে হালকা এবং স্টাইলিশ হিরের অলংকার মন কাড়ছে নারীদের।
advertisement
3/6
অতীতে হিরের গহনা ছিল অত্যাধিক ভারী ও দুর্মূল্য। ফলে অনেকেই এড়িয়ে চলতেন এই বহু মূল্য রত্ন পড়তে। কিন্তু বর্তমানে আধুনিক অলংকার বিপনী সংস্থাগুলি ক্রেতাদের সুবিধার জন্য হালকা ও স্টাইলিশ হিরের গয়না তৈরি করছেন। যা সহজে পরা যায় এবং প্রতিদিনের ব্যবহারের জন্যও উপযুক্ত।
advertisement
4/6
জ্যোতিষ শাস্ত্র অনুসারে হিরে যেহেতু শারীরিক সুস্থতা এবং সৌভাগ্য বৃদ্ধির কথা বলে, ফলে অনেকেই হালকা ধরনের এই হিরের অলংকার পড়তে আগ্রহ প্রকাশ করছেন। আর তাই অলংকার বিপনী সংস্থাগুলিও আধুনিক এই হিরের গয়নায় বিশেষ ছাড় দিচ্ছে ক্রেতাদের কেনাকাটার উপর। হাবরার এক অলংকার বিপণী সংস্থাতে এদিন ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেল হিরের গহনা কিনতে। কচিকাঁচা থেকে সকল বয়সের মহিলাদের আধুনিক এই হিরের বিভিন্ন অলংকার পড়িয়েও করান হল রাম্প ওয়াক। মাত্র ৩ হাজার টাকা থেকেই এখন মিলছে হিরের অলংকার বলেও জানালেন বিক্রেতারা।
advertisement
5/6
নোস পিন থেকে শুরু করে কানের দুল, হাতের চুরি এমনকি গলার হারও মিলছে সাধ্যের মধ্যেই। স্বল্পমূল্যে এমন অলংকার মেলায়, সোনার গয়নাকে সরিয়ে রেখে মহিলাদের মধ্যেও বিশেষ জনপ্রিয়তা লাভ করছে হিরে। যেকোনো অনুষ্ঠানে বা দৈনন্দিন জীবনেও এখন অনেকেই এই ধরনের অলকার পড়ছেন।
advertisement
6/6
শুধুমাত্র নারীদের সৌন্দর্য বা শখের জন্য নয়, বরং শারীরিক সুস্থতার জন্যও হিরার গয়নাকে বেছে নিচ্ছেন অনেক ক্রেতা। ফলে জ্যোতিষ শাস্ত্র মতে আধুনিক স্টাইল এর মিশ্রণে হালকা ওজনের হীরের অলংকার এখন জনপ্রিয় হয়ে উঠছে বাজারে। সামনেই আসছে "ভ্যালেন্টাইন মাস" তাই চাইলে প্রিয়জনকে আপনিও এখন উপহারে দিতে পারেন সাধ্যের মধ্যে থাকা এই ধরনের হিরের অলকার।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Diamond Jewelry: ভারী সোনার গয়না নয়, হাল্কা সস্তার হিরে এখন বাজার কাঁপাচ্ছে! কত টাকা থেকে শুরু জানুন