TRENDING:

Lifestyle: পার্টনারের শরীরের কী পায়ের পাতাই সবচেয়ে পছন্দ, যৌনমিলনে সেটা আবার বাধাও!

Last Updated:
Lifestyle: আমার বয়ফ্রেন্ডের (Boy friend) (Lifestyle Tips) পছন্দের যৌনক্রীড়া (Sex life) হল আমার পায়ের আঙুল ছুঁয়ে খেলা৷ আমার পায়ের আঙুল চাটেন, চুমু খান৷
advertisement
1/7
পার্টনারের শরীরের কী পায়ের পাতাই সবচেয়ে পছন্দ, যৌনমিলনে সেটা আবার বাধাও!
#কলকাতা: আমার বয়ফ্রেন্ডের (Boy friend) (Lifestyle Tips) পছন্দের যৌনক্রীড়া (Sex life) হল আমার পায়ের আঙুল ছুঁয়ে খেলা৷ আমার পায়ের আঙুল চাটেন, চুমু খান৷ আর যদি ভাবেন এটা দু -পাঁচ মিনিটের জন্য এই কাজ করেন তাহলে ভুল এটা তিনি ঘণ্টার পর ঘণ্টা করতে পারেন৷ এটার সময় মনে হয় তিনি যৌন মিলনের (Physical Relationship) আগ্রহে অধীর৷ Photo- Represetative
advertisement
2/7
কিন্তু ওই পর্যন্তই তারপর তাঁর আর কিছুই করার থাকে না৷ আমরা অনলাইনে একে অপরকে চিনেছি৷ আমাদের ছয় মাসের আলাপ৷ আমার বয়স ৩০ ও আমার স্বামীর বয়স ৪৬৷ Photo- Represetative
advertisement
3/7
এর আগে যতজনের সঙ্গে শারীরিক (Physical Relationship) সঙ্গমের (Lifestyle Tips) ঘটনা ঘটেছে তাতে কখনও এই ধরণের অভিজ্ঞতা হয়নি৷ আমার এটা আমার যে খারাপ লাগে তা নয়৷ নতুন প্রেমে এটা একটা ভালোই অভিজ্ঞতা যৌন ইচ্ছাও ভালোই জেগে ওঠে৷ কিন্তু এটা এবার আমায় যন্ত্রণা দিচ্ছে৷ এটা খুব লম্বা সময় ধরে চলছে৷ আমার যৌন উত্তেজনা জাগরিত হওয়ার পরেও আমার বয়ফ্রেন্ডের কিছু করার ইচ্ছা হয় না৷ আমার শরীরের কোনও অংশ ওঁকে আকর্ষণ করে না৷ Photo- Represetative
advertisement
4/7
কিছু বললে বলেন আমার পা-টাই সবচেয়ে সুন্দর অংশ৷ তাই সেটাকে আদর করতেই তাঁর সবচেয়ে ভালো লাগে৷ আমার কাছে যৌন মিলনের অনুভূতি এখন পেডিকিউর করার মতো দাঁড়িয়েছে৷ Photo- Represetative
advertisement
5/7
আমার বান্ধবীকে (Girl Friend ) এই কথা বলতে ও হেসে খুন, কিন্তু আমার নিজের এটা খুব সমস্যা বলে মনে হচ্ছে৷ তাই মনোবিদদের দ্বারস্থ হচ্ছি৷ Photo- Represetative
advertisement
6/7
মনোবিদের উত্তর- আপনার পার্টনারের কাছে এটাই তাঁর যৌন অনুভূতির একটা বিষয়৷ পায়ের আদর অনেকের কাছেই খুবই গুরুত্বপূর্ণ, তা সে দেহি পদ পল্লবমুদারম হক বা আপকা ইয়ে হাসিন প্যায়র জমিন পে মত রাখিয়ে এই সব কিছুও তারই লক্ষণ৷ Photo- Represetative
advertisement
7/7
পায়ের আদরকে গুরুত্ব দিন৷ তেমনি আপনার পার্টনারকে বুঝিয়ে বলুন যে আপনি তাঁর মতে গুরুত্ব দিচ্ছেন তিনিও যেন আপনাকে সেভাবেই গুরুত্ব দিন, তাই আপনার যৌন ইচ্ছাকেও তিনি যেন গুরুত্ব দেন৷ তাই আপনার শারীরিক সুখ হয় সেটাও যেন তিনি দেখেন৷ তাহলেই দেখবেন উভয়েই মিলনের আনন্দ নিতে পারবেন৷ Photo- Represetative
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Lifestyle: পার্টনারের শরীরের কী পায়ের পাতাই সবচেয়ে পছন্দ, যৌনমিলনে সেটা আবার বাধাও!
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল