Cleaning Tips: উৎসব শেষে মেঝের টাইলসে চেপে বসেছে জেদি দাগ? কিছু উপায় মানলেই জেল্লা ফিরে নতুনের মতো দেখাবে টাইলস!
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
উৎসবে পার্বণে ঘরে লোকসমাগম হয়েই থাকে। পায়ে পায়ে ঘরের মেঝে নোংরা হয়। তার উপরে সহজেই দাগছোপ পড়ে যায়। কেবল জল দিয়ে মুছলে সেই দাগ যায় না।
advertisement
1/6

উৎসবে পার্বণে ঘরে লোকসমাগম হয়েই থাকে। পায়ে পায়ে ঘরের মেঝে নোংরা হয়। তার উপরে সহজেই দাগছোপ পড়ে যায়। কেবল জল দিয়ে মুছলে সেই দাগ যায় না। প্রতীকী ছবি
advertisement
2/6
এক সময়ে দেখা যায়, সাধের টাইলসের উপর এমন ভাবে দাগ চেপে বসে গিয়েছে যে, ঘরের মেঝে দেখতে অপরিষ্কার লাগছে। সাধের টাইলসের সৌন্দর্যও নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি। শোয়ার ঘর, বসার ঘর অথবা বারান্দা, যে কোনও টাইলসই ঝকঝকে নতুনের মতো রাখতে কী করবেন জেনে নিন। প্রতীকী ছবি
advertisement
3/6
প্রথমে ভিনিগারে স্পঞ্জ ভিজিয়ে নিন। এবার ওই স্পঞ্জ দিয়ে টাইলস ভালভাবে মুছে নিন। তারপরে আরও একবার ঘরের মেঝে মুছে নিতে হবে ভিজে কাপড় দিয়ে । কয়েক দিন টানা এই নিয়মে মেঝে পরিষ্কার করলেই দেখবেন দাগ উঠে যাবে। প্রতীকী ছবি
advertisement
4/6
এক বালতি গরম জলে হাফ কাপের মতো অ্যামোনিয়া মেশাতে হবে। এ বার তাতে কাপড় ভিজিয়ে ঘর মুছুন। যে কোনও তেলমশলার দাগ, হলদেটে ছোপ বা কালচে দাগ উঠে যাবে।
advertisement
5/6
বেকিং সোডাও ব্যবহার করতে পারেন ঘরের টাইলসের দাগ দূর করতে । জলে সম পরিমাণ বেকিং সোডা মিশিয়ে পেস্ট তৈরি করুন। এ বার ব্রাশে সেই মিশ্রণ নিয়ে দাগ লাগা জায়গাগুলিতে ঘষে নিন। তার পর জল দিয়ে জায়গাটা মুছে নিন। দাগ উঠে যাবে সহজেই। প্রতীকী ছবি
advertisement
6/6
একই পরিমাণে জল ও হাইড্রোজেন পারক্সাইড মিশিয়ে নিন। এবার একটা স্প্রে বোতলের সাহায্যে টাইলসের দাগের উপর স্প্রে করুন। টাইলসের যে কোনও দাগ মুছতে এই মিশ্রণটি খুবই কার্যকরী। প্রতীকী ছবি
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Cleaning Tips: উৎসব শেষে মেঝের টাইলসে চেপে বসেছে জেদি দাগ? কিছু উপায় মানলেই জেল্লা ফিরে নতুনের মতো দেখাবে টাইলস!