White or Yellow Light: সাদা না হলুদ স্বাস্থ্যের জন্য কোন আলো সবথেকে ভালো? নিশ্চিন্ত ঘুমের জন্য কোনটা বেছে নেবেন?
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
সাদা না হলুদ স্বাস্থ্যের জন্য কোন আলো সবথেকে ভালো? কোন আলো বেছে নেবেন? অনেকেই দেখেছেন বহু বাড়িতেই হলুদ আলো থাকে, আবার অনেক বাড়িতেই সাদা আলো থাকে।
advertisement
1/5

অনেকেই দেখেছেন বহু বাড়িতেই হলুদ আলো থাকে, আবার অনেক বাড়িতেই সাদা আলো থাকে। (প্রতীকী ছবি)
advertisement
2/5
এই প্রসঙ্গে, ডাঃ হরিশ ভাটিয়া জানাচ্ছেন, বাড়িতে সন্ধ্যা ৭টার পর ঘরে কখনই সাদা আলো জ্বালানো উচিত নয়। এর পিছনে রয়েছে বিজ্ঞানসম্মত কারণ। (প্রতীকী ছবি)
advertisement
3/5
হলুদ আলো চোখের রেটিনাকে সংবেদনশীল করে না। ফলে চোখের জন্য এই আলো অনেক বেশি উপকারি। (প্রতীকী ছবি)
advertisement
4/5
সাদা আলো এই হরমোনের উৎপাদন বন্ধ করে দেয়। ফলে ঘুমে বিঘ্ন ঘটে।আরও একটি হরমোন ল্যাটোনিন হরমোনের অভাবের কারণে, শরীরে জৈবিক চক্র ব্যাহত হয়। (প্রতীকী ছবি)
advertisement
5/5
তাই রাতে হলুদ আলো জ্বালানো শুরু করার প্রস্তাব দিচ্ছেন চিকিৎসকরা। কারণ, এরফলে ঘুমের ব্যাঘাত ঘটবে না। (প্রতীকী ছবি)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
White or Yellow Light: সাদা না হলুদ স্বাস্থ্যের জন্য কোন আলো সবথেকে ভালো? নিশ্চিন্ত ঘুমের জন্য কোনটা বেছে নেবেন?