Health Tips: লক্ষ লক্ষ টাকা খরচ করেও মিলছে না উপকার! অযত্নে বেড়ে ওঠা এই ফুল শরীরের মহা-ওষুধ, খেলেই ম্যাজিক
- Reported by:Susmita Goswami
- news18 bangla
- Published by:Shubhagata Dey
Last Updated:
Health Tips: বাংলার অতি সাধারণ ফুল-পাতা ডায়াবেটিস নিয়ন্ত্রণে বড় ভূমিকা পালন করে। ক্যানসারের মতো মারণ রোগের ক্ষেত্রেও নয়নতারা অসাধারণ কাজ করে। অনিয়মিত পিরিয়ড, মাসে একাধিক বার পিরিয়ড, অধিক স্রাব, পিরিয়ডকালীন যন্ত্রণা, ইত্যাদি থেকে মুক্তি পেতে এই ফুল অপরিহার্য।
advertisement
1/6

*ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে নয়নতারা। ৮-১০টি নয়নতারা পাতা বেটে রস বের করে সকালে বা রাতে শুতে যাওয়ার আগে নিয়মিত এই রস পান করলে ব্লাড প্রেসার থাকবে নিয়ন্ত্রণে। সুস্থ থাকবে হার্ট।
advertisement
2/6
*বাংলার অতি সাধারণ ফুল নয়নতারার পাতা ডায়াবেটিস নিয়ন্ত্রণে বড় ভূমিকা পালন করে। এছাড়াও ক্যানসারের মতো মারণ রোগের ক্ষেত্রেও নয়নতারা অসাধারণ কাজ করে।
advertisement
3/6
*নয়নতারার পাতা বেটে সেই রস দিয়ে ত্বক পরিষ্কার করা যেতে পারে। এতে চুলকানি ও ফাঙ্গাসজনিত সমস্যা থেকে দ্রুত মুক্তি পাওয়া যায়। ত্বক হয় উজ্জ্বল ও তরতাজা। মুখে লাগালে জেল্লা বাড়বে দ্রুত।
advertisement
4/6
*নয়নতারা আসলে ব্রেনটনিক। নয়নতারার ফুল, মূল ও পাতা জলে সিদ্ধ করে নিয়ে জলটুকু ছেঁকে তা ফুটিয়ে আধ কাপ করে এবার সেই জল অর্ধেক ভাগ করে সকাল-বিকাল টানা ১ মাস পান করলে স্মরণশক্তি বৃদ্ধি পায়।
advertisement
5/6
*একমুঠো শুকনো নয়নতারা ফুল ও পাতা জলে ফুটিয়ে নিয়ে চায়ের মতো করে তৈরি করে সেটা ছেঁকে এক চামচ মধু মিশিয়ে প্রতিদিন সকালে খালি পেটে খেলে খুব তাড়াতাড়ি ফল মেলে।
advertisement
6/6
*অনিয়মিত পিরিয়ড, মাসে একাধিক বার পিরিয়ড, অধিক স্রাব, পিরিয়ডকালীন যন্ত্রণা, ইত্যাদি থেকে মুক্তি পেতে নয়নতারা অপরিহার্য।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Health Tips: লক্ষ লক্ষ টাকা খরচ করেও মিলছে না উপকার! অযত্নে বেড়ে ওঠা এই ফুল শরীরের মহা-ওষুধ, খেলেই ম্যাজিক