Kojagari Lakshmipuja Timing: কোজাগরী পূর্ণিমায় চন্দ্রগ্রহণ! কখন করবেন লক্ষ্মীপুজো, জানুন
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Kojagari Lakshmipuja Timing: এ বছর কোজাগরী পূর্ণিমার দিনই চন্দ্রগ্রহণ পড়েছে৷ তাই বিভ্রান্তি দেখা দিয়েছে পুজো করা নিয়ে
advertisement
1/9

এ বছর কোজাগরী লক্ষ্মীপুজো পড়েছে শনিবার, ২৮ অক্টোবর৷ সেদিন শারদ পূর্ণিমা তিথিতে পালিত হবে ধনসম্পদদাত্রী দেবীর আরাধনা৷
advertisement
2/9
তবে এ বছর কোজাগরী পূর্ণিমার দিনই চন্দ্রগ্রহণ পড়েছে৷ তাই বিভ্রান্তি দেখা দিয়েছে পুজো করা নিয়ে৷
advertisement
3/9
কোজাগরী পূর্ণিমা তিথি শুরু হচ্ছে ২৮ অক্টোবর ভোর ৪.১৭ মিনিটে৷
advertisement
4/9
পূর্ণিমা তিথি থাকবে ২৮ এবং ২৯ অক্টোবরের সন্ধিক্ষণে ভোররাত ১.৫৩ মিনিটে৷
advertisement
5/9
কোজাগরী পূর্ণিমা তিথিতে সন্ধ্যা ৫.২০ মিনিটে চন্দ্রোদয় হবে৷
advertisement
6/9
২৮ অক্টোবর রাত ১.০৫ মিনিটে চন্দ্রগ্রহণ শুরু হবে৷ গ্রহণের মোক্ষকাল রাত ২.২৪ মিনিটে৷
advertisement
7/9
২৮ অক্টোবর সন্ধ্যা ৪.০৫ মিনিটে গ্রহণের সূতক শুরু হবে৷ গ্রহণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সূতককালের সমাপ্তি হবে৷
advertisement
8/9
প্রচলিত রীতি অনুযায়ী, সূতককালে পুজোর কাজ করতে নেই৷ তাই চন্দ্রগ্রহণের সূতককালে কোজাগরী লক্ষ্মীপুজোর কাজ না করাই বাঞ্ছনীয়৷
advertisement
9/9
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Kojagari Lakshmipuja Timing: কোজাগরী পূর্ণিমায় চন্দ্রগ্রহণ! কখন করবেন লক্ষ্মীপুজো, জানুন