TRENDING:

Laal Kaporer Lep:  বলুন তো লেপ বানাতে কেন ব্যবহার করা হয় 'লাল কাপড়'...? সিক্রেট কারণে আপনি একেবারে চমকে যাবেন

Last Updated:
Knowledge Story: শীত আসার আগেই যেমন হিড়িক পরে যায় শীতপোশাক ও কম্বল-লেপ রোদে দেওয়ার, তেমনই চোখে পরে এক চেনা দৃশ্য। লেপ ও তোষকের দোকান ছেয়ে যায় লাল আভায়! কারণ লেপ মানেই যেন তুলায় মোড়ানো লাল কাপড়!
advertisement
1/7
বলুন তো লেপ বানাতে কেন ব্যবহার করা হয় 'লাল কাপড়'...? সিক্রেট সাংঘাতিক
: শীতের সময় বর্তমানে কম্বল, চাদরের চাহিদা থাকে তুঙ্গে। কিন্তু বাঙালির শীতকাতুরে হৃদয়ে লেপের স্থানই আলাদা। শীত আসতেই লেপ-তোষক বানানোর ধুম পড়ে। নভেম্বর ও ডিসেম্বর মাসে আংশিক শীত পড়লেও, বছরের শুরুতে শীত কিন্তু তার ঝোড়ো ব্যাটিং শুরু করেছে। আর এমন সময় লেপের ব্যবহার হবে না তা কি হয়! কিন্তু এই লেপের তুলো সব সময় লাল কাপড়ে ভরা হয়।
advertisement
2/7
এটা নিয়ে হয়ত অনেক কিছু মানুষ নিয়ে প্রশ্ন জাগতে পারে লেপের তুলো মলনা কাপড় সব সময় লাল কেন হয়!
advertisement
3/7
তবে জানা যায়, বাংলা, বিহার ও ওড়িশার নবাব মুর্শিদকুলি খানের আমল থেকে এমন লাল কাপড়ে মোড়কের ব্যবহার শুরু হয়। তৎকালীন সময়ে লাল মখমলের কাপড় দিয়ে লেপ তৈরি শুরু হয়।
advertisement
4/7
জানা যায় এক সময় মুর্শিদাবাদে লম্বা কার্পাস তুলোর চাষ হতো। আর সেই তুলো লাল রংয়ের চুবিয়ে নিয়ে রং করে নেওয়ার প্রবণতাও ছিল পাশাপাশি সুগন্ধির জন্য ছিটিয়ে দেওয়া হল আতর।
advertisement
5/7
কিন্তু মখমল ও সিল্কের দাম সাধারণের হাতের বাইরে। তাই সাধারণ মানুষ লাল কাপড়েই ভরা শুরু করেন তুলো। এমনই মত লেপ তৈরি শিল্পী কারিগরদের মধ্যে অনেকের। যদিও অনেকে আবার এই মত মানতে রানা রাখ কেউ কেউ মনে করেন।
advertisement
6/7
লেপ সচরাচর ধোয়া খুবই দুষ্কর। এজন্য গাঢ় লাল রংয়ের করা হয় এর ফলে ময়লা হলে সহজে বোঝা যায় না।অনেকেই আবার মনে করেন, এ সব নিছকই গল্প। ইতিহাস বা ঐতিহ্য নয়। এ কেবল রীতি ছাড়া আর কিছুই নয়।
advertisement
7/7
ব্যবসার খাতিরে দূর থেকে ক্রেতার দৃষ্টি আকর্ষণ করতেই লাল কাপড়ে মুড়ে রাখা হয় শীতের লেপ। তবে লেপ তৈরিতে তুলোর উপরে মোড়াই করা লাল কাপড় যে লেপের সঙ্গে আপেক্ষিক মানানসই তা বলাই বাহুল্য। Input- Julfikar Molla
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Laal Kaporer Lep:  বলুন তো লেপ বানাতে কেন ব্যবহার করা হয় 'লাল কাপড়'...? সিক্রেট কারণে আপনি একেবারে চমকে যাবেন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল