Knowledge Story: বলুন তো কারা বেশি চোখ পিটপিট করে? ছেলেরা না মেয়েরা? কী বলছেন বিশেষজ্ঞরা
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Knowledge Story Who blinks Eyes more Male or Female: আমরা সকলেই চোখ পিটপিট করি। কিন্তু কোনও দিনও ভেবে দেখেছেন ছেলেরা না মেয়েরা, কারা বেশি চোখ পিটিপিট বা খোলা-বন্ধ করে থাকে।
advertisement
1/6

আমরা সকলেই চোখ পিটপিট করি। কিন্তু কোনও দিনও ভেবে দেখেছেন ছেলেরা না মেয়েরা, কারা বেশি চোখ পিটিপিট বা খোলা-বন্ধ করে থাকে। এবার সেই প্রশ্নের উত্তর বিশেষজ্ঞদের রিপোর্টে।
advertisement
2/6
চোখের পাতা তো মাঝেমধ্যেই পড়তে থাকে। এতে চোখ পরিস্কার হতে থাকে। এটা একটি শরীরবৃত্তীয় প্রক্রিয়া। যা মানুষকে ভেবে করতে হয়না। ওটা নিজের মত হতে থাকে। শরীর নিজের মত করে চোখ বন্ধ খোলা করে নেয়।
advertisement
3/6
বিশেষজ্ঞেরা বলেন, চোখের পাতা পড়লে চোখ সাফ হতে থাকে। এটা ভাল। সেটা শরীর নিজেই করে নেয়। কিন্তু চোখের পাতা ছেলেরা বেশি ফেলে, নাকি মেয়েরা? এর উত্তর হয়তো অনেকে জানেন, অনেকে জানেননা।
advertisement
4/6
গবেষকেরা জানাচ্ছেন, চোখের পাতা ফেলায় ছেলেদের পিছনে ফেলে দিয়েছেন মেয়েরা। রিপোর্ট বলছে ১ মিনিটে একজন মহিলা যেখানে ১৯ বার চোখের পাতা ফেলেন, সেখানে একজন পুরুষ ১ মিনিটে চোখের পাতা ফেলেন ১১ বার।
advertisement
5/6
আবার গবেষণা বলছে বয়স্কা মহিলারা অপেক্ষাকৃত কমবয়সী মহিলাদের চেয়ে বেশিবার চোখের পাতা ফেলেন। তবে বিভিন্ন বয়সে এসে প্রতি মিনিটে চোখের পাতা পড়ার সংখ্যারও হেরফের হতে থাকে।
advertisement
6/6
তবে বিশেষজ্ঞদের রিপোর্ট অনুযায়ী এটা সামনে এসেছে যে মহিলাদের চোখের পাতা পুরুষদের তুলনা। অনেকটাই বেশি পড়ে। তবে চোখে কোনও রোগ থাকলে সেক্ষেত্রে কম-বেশি হতে পারে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Knowledge Story: বলুন তো কারা বেশি চোখ পিটপিট করে? ছেলেরা না মেয়েরা? কী বলছেন বিশেষজ্ঞরা