TRENDING:

Knowledge Story: মদ খাওয়ায় সব দেশকে টেক্কা মেরে এক কে, ভারত কত নম্বরে ধারণাও নেই

Last Updated:
most alcohol consuming country : এই মুহূর্তে ইতালি সর্বাধিক পরিমাণ ওয়াইন উৎপাদন করে, তারপরে রয়েছে স্পেন এবং ফ্রান্স। কিন্তু আশ্চর্যের বিষয় হল মদ খাওয়ার বিষয়ে ব্রিটেন পুরো পিছিয়ে৷
advertisement
1/10
মদ খাওয়ায় সব দেশকে টেক্কা মেরে এক কে, ভারত কত নম্বরে ধারণাও নেই
: মদ নিয়ে মাতামাতি! সুরাপ্রেমীদের এই শব্দটিতেই হালকা নেশা হয়ে যায়৷ আর খেলে তো কথাই নেই৷  সম্প্রতি সারা বিশ্বে মদ্যপানকারী দেশ নিয়ে একটি গবেষণা করা হয়েছে। প্রতি বছরই এই মদ খাওয়ার টক্করের লড়াই নিয়ে সমীক্ষা হয়৷ কোন দেশ এক নম্বরে জানেন, আর আপনার দেশ ভারতই বা কোথায় দাঁড়িয়ে এই মদ খাওয়ার তালিকায়৷
advertisement
2/10
সবচেয়ে বেশি অ্যালকোহল  পান করে অর্থাৎ বাংলা ভাষায় মদ খায়  এমন দেশের তালিকা প্রকাশ করা হয়। মদ খাওয়ার এক নম্বরে থাকা  দেশ ইউরোপের বেলারুশ৷  এই দেশে, একজন ব্যক্তি গড়ে ১৭.৫ লিটার অর্থাৎ ১৭৮ বোতল অ্যালকোহল পান করে প্রতি বছর।
advertisement
3/10
অ্যালকোহল চেঞ্জ নামে একটি ব্রিটিশ সংস্থা পরিচালিত এক গবেষণায় বিশ্বের দেশগুলি গড় মদ খাওয়ার  একটি তালিকা প্রকাশ করা হয়েছে। আপনার যদি মনে হয় ভারতেও আজকাল মদ খাওয়ার তালিকায় দারুণ উন্নতি করেছে৷  এই তালিকায় ভারত প্রথম ১০০ তে ঠাঁই হয়নি৷ 
advertisement
4/10
ভারত এই তালিকায় ১০৩তম অবস্থানে রয়েছে। তবে ফোকাস কেড়ে নিয়েছে  ব্রিটেন, ব্রিটিশদের মদ খাওয়ার নজির সবাইকে কাঁপিয়ে দিয়েছে৷
advertisement
5/10
২০১৬ সালে ভারতে মাথাপিছু অ্যালকোহল ব্যবহার ছিল প্রায় ৫.৭ লিটার। একই সময়ে, ২০২০ সালে, এই বার্ষিক খরচ ৫ বিলিয়ন লিটারে বেড়েছে। বর্তমান ট্রেন্ড অনুযায়ি ২০২৪ সালে, ভারতে বার্ষিক খরচ বেড়ে ৬.২১ বিলিয়ন হবে।
advertisement
6/10
ফোকাস সবচেয়ে বেশি করা হয়েছে ব্রিটেনের ওপর। প্রত্যেক ব্রিটিশ নাগরিক তাদের জীবদ্দশায় প্রায় ৬২,৮৯৯ ইউরো মদের পিছনে খরচ করে। ভারতীয় টাকায় যা ৬৬.২৮ লক্ষ টাকার সমান৷
advertisement
7/10
৪১ বছর বয়সী একজন অবিবাহিত মহিলা যখন তার ১৫ বছরে মদে খরচ পাওয়ার কথা জানতে পেরে অবাক হতে হয়। কারণ এই মহিলা গত কয়েক বছরে ৫৭০০০ পাউন্ড অর্থাৎ ৬০ লক্ষ টাকা খরচ করেছেন শুধুমাত্র মদ্যপানে।
advertisement
8/10
মহিলার এমন পরিসংখ্যান শুনে অবাক হয়েছেন অনেকেই। মহিলা তাঁর গল্পে বলেছিলেন যে অন্যান্য লোকের মতো তিনিও কিশোর বয়সেই মদ খাওয়া শুরু করেছিলেন। কিন্তু যখন তিনি ২০ বছর বয়সে পৌঁছেছিলেন, তখন তার অ্যালকোহল সেবন বাড়তে থাকে।
advertisement
9/10
এমনকি এই মদ্যপানের জন্য কলেজের ক্লাসও মিস করত। প্রথমে সপ্তাহে ৩ বার মদ খাওয়া দিয়ে শুরু করেছিল৷ তারপর ধীরেধীরে অভ্যাস কখন নেশায় রূপ নেয়, জানা যায়নি। কিশোর বয়সে, তিনি মদ্যপানে প্রতিদিন ২০ পাউন্ড খরচ করতেন। কিন্তু ধীরে ধীরে মদের দাম তার মুদির দামকে ছাড়িয়ে যেতে থাকে।
advertisement
10/10
এই মুহূর্তে ইতালি সর্বাধিক পরিমাণ ওয়াইন উৎপাদন করে, তারপরে রয়েছে স্পেন এবং ফ্রান্স। কিন্তু আশ্চর্যের বিষয় হল মদ খাওয়ার বিষয়ে ব্রিটেন পুরো পিছিয়ে৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Knowledge Story: মদ খাওয়ায় সব দেশকে টেক্কা মেরে এক কে, ভারত কত নম্বরে ধারণাও নেই
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল