TRENDING:

Knowledge Story: না জেনে মাজন ব্যবহার করছেন, বিষই ঘষে নিচ্ছেন না তো ব্রাশ দিয়ে, আজই দেখে নিন

Last Updated:
Knowledge Story: এই চিহ্নগুলির মানে জানলে আপনি আরও ভাল টুথপেস্ট নিজের জন্য বাছাই করতে পারবে ন৷ 
advertisement
1/11
না জেনে মাজন ব্যবহার করছেন, বিষই ঘষে নিচ্ছেন না তো ব্রাশ দিয়ে, আজই দেখে নিন
: আমরা প্রতিদিন অনেক ধরণের জিনিস দেখতে থাকি। বিভিন্ন জিনিস থাকে যেগুলি আমরা রোজ ব্যবহার করি কিন্তু তার ব্যবহার নিয়ে কোনও নিয়ে নিয়ম, কারণ অনেক সময়েই আমরা জানি না৷ হঠাৎ করে কিছু জানতে ইচ্ছে হলে চটপট গুগলে সার্চ দেখে নিই,  অনেক সময় দেখার পর ভুলে যাই। তবে নানা ধরণের জিনিস সবসময় আমাদের মনে থাকে। নিয়মিতই আমরা  টুথপেস্ট দিয়ে দিনে ২ বার দাঁত পরিষ্কার করি। তুবও আমরা এই মাজন সম্পর্কেও কী সব জানতে পারি! মাজন কিন্তু বিষও হয়ে উঠতে পারে৷
advertisement
2/11
আমরা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ব্রাশে পেস্ট লাগাই এবং দাঁত পরিষ্কার করি। আবার রাতেও  একইভাবে মাজন ব্যবহার করি৷ দাঁতের মাজনের নানা রঙ হয়, আপনি কি পছন্দমতো রঙেরই মাজন কেনেন? তবে আপনি কি কখনও নিজের টুথপেস্টের টিউবের পিছনের রঙ পরীক্ষা করেছেন৷   কিন্তু আপনি কি কখনও আপনার টুথপেস্ট টিউবের পিছনের রঙ দেখেছেন কি?
advertisement
3/11
তবে এটা নিশ্চিত যে  যাঁরা লাল, নীল, সবুজ এবং কালো রঙের  চৌকো বক্স দেখা যায়৷  আপনি যদি কোনও দিন সেই বক্সগুলি না দেখে থাকেন তাহলে এখুনি নিজের মাজনের টিউবটি খুলে দেখুন৷  অবশ্যই  কোনও না কোনও রঙ আপনি দেখতে পাবেনই৷ কারণ প্রতিটি টিউবের পিছনে একটি বিশেষ রঙের বক্স রয়েছে।
advertisement
4/11
 প্রতিটি রঙের পিছনে বিশেষ একটি অর্থ থাকে। এবং এই অর্থ  একবার জানলে অতি অবশ্যই আপনি সেটা পরেরবার পরীক্ষা করে তবেই নিজের টুথপেস্ট কিনবেন৷
advertisement
5/11
অনেকে এটা দেখেও জানেন না এর মানে কি? আজ  জেনে নিন প্রতিটি রঙের পিছনে বিশেষ অর্থ বলব। একবার আপনি এর অর্থ জানলে, পরের বার পেস্ট কেনার আগে আপনি অবশ্যই এর রঙ পরীক্ষা করবেন।
advertisement
6/11
এই চিহ্নগুলির মানে জানলে আপনি আরও ভাল টুথপেস্ট নিজের জন্য বাছাই করতে পারবেন৷  যা আপনার দাঁতের স্বাস্থ্য ভাল রাখবে৷  আপনি হয়তো লক্ষ্য করেছেন যে টুথপেস্টে মাঝে মাঝে কালো, সবুজ, লাল এবং নীল চিহ্ন থাকে। এর অনেক অর্থ রয়েছে। পেস্ট কেনার আগে রং চেক না করলে মজবুত হওয়ার পরিবর্তে দাঁতের বড় ক্ষতি হয়ে যেতে পারে।
advertisement
7/11
যে  টুথপেস্ট  আপনি কিনেছেন থাকেন এবং তাতে কালো রঙ থাকে তাহলে বুঝবেন এই পেস্ট তৈরিতে প্রচুর কেমিক্যাল ব্যবহার করা হয়েছে। এই ধরণের মাজন না কেনাই ভাল৷ কারণ দীর্ঘমেেয়াদী এই ধরণের  পেস্টের ব্যবহার বড় ক্ষতি করে দিতে পারে৷
advertisement
8/11
টুথপেস্টের ক্রিম্পে লাল দাগও থাকতে পারে৷  সকলেই জানে লাল বক্স মানেই আমিষ , তাহলে কী আপনার মাজনটিতেও কোনও আমিষ উপাদান আছে?
advertisement
9/11
না  পেস্টের লাল দাগের একটি আলাদা অর্থ রয়েছে। এর অর্থ হল লাল দাগযুক্ত পেস্টটি মিশ্রিত, অর্থাৎ এতে প্রাকৃতিক জিনিসের সঙ্গে  অনেক ধরণের রাসায়নিকও  রয়েছে।
advertisement
10/11
 নীল রঙ মানে এই পেস্টে ঔষধি জিনিসের পাশাপাশি প্রাকৃতিক জিনিসও রয়েছে। যাই হোক, সবুজ চিহ্নযুক্ত পেস্টগুলি সবচেয়ে নিরাপদ। এর মানে হল আপনার পেস্ট সবচেয়ে নিরাপদ।
advertisement
11/11
এতে শুধু প্রাকৃতিক জিনিস ব্যবহার করা হয়েছে।  এবার সচেতন হয়ে ব্যবহার করুন, তবেই দাঁতের মতো জিনিস রক্ষা করতে পারবেন৷  না হলে বিষ দিয়ে রোজ মাজবেন না দাঁত৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Knowledge Story: না জেনে মাজন ব্যবহার করছেন, বিষই ঘষে নিচ্ছেন না তো ব্রাশ দিয়ে, আজই দেখে নিন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল