ঘরে সাপ ঢুকেছে? ঘাবড়াবেন না... এই কাজটি করলে সহজেই পালাবে বিষধর..!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Knowledge Story: সাপ এমনই এক প্রাণী যে সাপকে দেখলে স্থির থাকা মুশকিল। এরকম সময়ে, কেউ যতই সাহসী হোক না কেন, ভয় পায়, নয়তো মেরে ফেলে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, সাপের প্রকৃতি সম্পর্কে ঠিক মতো জানলে তারা তা করবেন না।
advertisement
1/9

সাধারণত, বর্ষাকালে সাপ প্রায়ই বাড়িতে ঢুকে পরে। গ্রামে তো বটেই, শহরেও এই নিয়ে আচমকা হাড়হিম হয়ে যায় গৃহস্থের। অজান্তেই ঘরে ঢুকে আসে বিষধর সাপ। কেউ কেউ তো সাপ দেখেই অজ্ঞান হওয়ার মতো অবস্থা হয়।
advertisement
2/9
সাপ এমনই এক প্রাণী যে সাপকে দেখলে স্থির থাকা মুশকিল। এরকম সময়ে, কেউ যতই সাহসী হোক না কেন, ভয় পায়, নয়তো মেরে ফেলে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, সাপের প্রকৃতি সম্পর্কে ঠিক মতো জানলে তারা তা করবেন না।
advertisement
3/9
সামনে সাপ দেখলে সবচেয়ে সাহসী ব্যক্তিও ভয় পেয়ে যান। বিশেষ করে ঘরে সাপ দেখলে তো কথাই নেই.. কি করবেন বুঝতে না পেরে দৌড়ে পালন সবাই । কিছু ক্ষেত্রে সাপটিকে মেরে ফেলা হয়।
advertisement
4/9
তবে বিশেষজ্ঞরা বলছেন, বাড়িতে মারা যাওয়া বেশিরভাগ সাপই বিষাক্ত নয়। তবে সচেতনতার অভাবে মানুষ এই ভাবে তাদের হত্যা করছে।
advertisement
5/9
বিশেষজ্ঞদের মতে, ঘরে সাপ দেখলে আগে নিজেকে শান্ত রাখা উচিত। খবর দিয়ে উদ্ধারকর্মীদের জানান, অন্যথায় বড় লাঠির সাহায্যে সাপটিকে শরীরের মাঝখানে রেখে ওপরে তুলে ফেলে দেওয়া যেতে পারে।
advertisement
6/9
বিশেষজ্ঞদের মতে, মূলত ১০ ধরনের অ-বিষাক্ত এবং ৪টি বিষধর সাপকে ভারতীয় বাড়িতে ঢুকতে দেখা যায়। অ-বিষাক্ত সাপের মধ্যে রয়েছে রেইন স্নেক, গ্রাস স্নেক এবং র্যাটলস্নেক। বিষাক্ত সাপের মধ্যে, বহু সাপ প্রায়ই বাড়িতে ঢুকে আসে।
advertisement
7/9
স্নেক এক্সপার্ট, নেচার এনভায়রনমেন্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ সোসাইটির প্রজেক্ট ম্যানেজার অভিষেক এ বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছেন। গ্রামীণ এলাকায়, বাড়িতে ঢোকার আগে সাপের প্রজাতির সঠিকভাবে মূল্যায়ন করার পরামর্শ দেন তিনি। এতে ভয়ের অর্ধেক দূর হবে বলেই জানা গিয়েছে।
advertisement
8/9
বিশেষজ্ঞরা বলছেন, সাপকে চার প্রকারে ভাগ করা উচিত। তাদের রঙ, ত্বকের গঠন, আচরণ এবং আকার দ্বারা চিহ্নিত করা হয়ে থাকে। বলা হয় কিছু বিষাক্ত সাপ এবং বিষহীন সাপ একই এবং এমন সময়ে তাদের আচরণ পর্যবেক্ষণ করে চিহ্নিত করা উচিত।
advertisement
9/9
শর্তত্যাগ: উল্লেখ্য, এখানে আপনাকে দেওয়া পরামর্শগুলি শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যেই দেওয়া। এটি নিউজ 18 বাংলা দ্বারা যাচাই করা হয়নি। প্রয়োগ করার আগে একজন পেশাদারের সঙ্গে পরামর্শ করুন।