TRENDING:

Knowledge: শিশুর বলা প্রথম শব্দ 'মা', 'বাবা'...জানেন এই 'মা-বাবা' শব্দ দুটো কোথা থেকে এল? পড়ুন

Last Updated:
advertisement
1/6
শিশুর বলা প্রথম শব্দ 'মা', 'বাবা'...জানেন এই 'মা-বাবা' শব্দ দুটো কোথা থেকে এল?
সেই যবে শিশু 'ব্যাবলিং' করতে শেখে তখন থেকেই আধো-আধো স্বরে বলে মা-বাবা। সাধারণত 'মা-বাবা' শব্দটিই শিশুর বলা প্রথম কথা। সারাদিন দুধের শিশু বলে চলে মা-মা-বা-বা-বা...! এই গল্প গোটা দুনিয়ার। চিরপুরাতন হয়েও চির নতুন এই দুটি শব্দ। এবার প্রশ্ন হল, বাবা-মা শব্দটি এল কোথা থেকে?
advertisement
2/6
ভাষাবিদরা বলেন, শিশুরা যখন স্তন্যপান করে, তখন তারা মুখভর্তি অবস্থায় কিছু শব্দ করে। সেই শব্দগুলো নাক দিয়ে বের হয় বলে উচ্চারণগুলো অনেকটা 'ম' এর মতো শোনা যায়। তাই প্রায় সব ভাষাতেই 'মা' ডাকে ব্যবহৃত শব্দগুলো 'ম' কিংবা ইংরেজি হরফের 'এম' দিয়ে শুরু হয়।
advertisement
3/6
শিশুরা যখন প্রথম আধো-আধো কথা বলতে শুরু করে, তখন প্রথম বলে বাবা-মা। গবেষকদের দাবি, শিশুরা যখন প্রথম কথা বলতে শেখে তখন ম, ব, দ, ত এই সহজ উচ্চারণের ব্যঞ্জনবর্ণগুলো আগে উচ্চারণ করতে পারে। কাজেই শিশুর প্রথম উচ্চারিত শব্দ হিসেবে মা, বাবা, দাদা এগুলো-ই থাকে।
advertisement
4/6
মা শব্দটির ইংরেজি প্রতিশব্দ mom, যা পূর্বে ব্যবহৃত শব্দ mamma- র পরিবর্তিত রূপ। বলা হয়, ইংরেজি শব্দ মাম্মা এসেছে ল্যাটিন শব্দ mamma থেকে, যা স্তন বোঝাতে ব্যবহৃত হত। এই শব্দ থেকে mamme শব্দটির উৎপত্তি যা স্তনপায়ী প্রাণীর ইংরেজি শব্দ।
advertisement
5/6
মজার হলো- পৃথিবীর প্রায় সব দেশেই মা-কে বোঝাতে ব্যবহৃত শব্দগুলোর উচ্চারণ প্রায় কাছাকাছি আর সবগুলো শব্দের শুরুতেই ব্যবহৃত হয়েছে এম অথবা ম ব্যঞ্জনবর্ণ। যেমন--জার্মান ভাষায় মাট্টার (Mutter), ওলন্দাজ ভাষায় ময়েদার (Moeder), ইতালির ভাষায় মাদর (Madre), চিনা ভাষায় মামা (Mama), হিন্দি ভাষায় মাম (Mam), প্রাচীন মিশরীয় ভাষায় মাত (Mut)ও বাংলা ভাষায় মা (Ma)।
advertisement
6/6
তবে, মা শব্দের মতো বাবা ডাক নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে তেমন উল্লেখযোগ্য মিল খুঁজে পাওয়া যায় না। বাবা ডাকের ইংরেজি ড্যাডি বা পাপা । রাশিয়ান, হিন্দি, স্প্যানিশ ভাষায়ও পাপা ব্যবহৃত হয়। জার্মান ভাষায় পাপি। আইসল্যান্ডের ভাষায় পাব্বি। সুইডিশ ভাষায় পাপ্পা। তুর্কি, গ্রিক এবং মালয়-সহ আরও অনেক ভাষায় ব্যবহৃত হয় বাবা।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Knowledge: শিশুর বলা প্রথম শব্দ 'মা', 'বাবা'...জানেন এই 'মা-বাবা' শব্দ দুটো কোথা থেকে এল? পড়ুন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল