Vaastu Tips For Money: ম্যাজিকাল প্ল্যান্ট! চেনা এই গাছ দিতে পারে প্রচুর অর্থ, দারিদ্রতা ঘোচাতে আজই বাড়িতে আনুন
- Published by:Anulekha Kar
Last Updated:
ম্যাজিকাল প্ল্যান্ট! চেনা এই গাছ দিতে পারে প্রচুর অর্থ, দারিদ্রতা ঘোচাতে আজই বাড়িতে আনুন
advertisement
1/5

ঘর সাজাতে অত্যন্ত ব্যবহৃত হয় এই গাছ। তবে শুধু ঘর সাজানো ছাড়া এর একাধিক গুণাগুণ আছে। যেমন ঘরের বাতাস দূষণমুক্ত করতে সাহায্য করে মানি প্ল্যান্ট। বাতাস পরিচ্ছন্ন রেখে বায়ুকে তাজা রাখে। এ ছাড়া অর্থাভাব ঘোচাতে পারে এই গাছ।
advertisement
2/5
বাড়িতে মানি প্ল্যান্ট রাখলে ঘরের শান্তি বজায় থাকে এবং অশান্তি ঝামেলা কমে। শুধু তাই নয় মানি প্ল্যান্ট উদ্বেগ ও বিষণ্ণতা দূর করে।
advertisement
3/5
এফএনপি ব্লগের এক আর্টিকেল থেকে জানা যায় যে বাড়িতে মানিপ্ল্যান্ট থাকলে কম্পিউটার বা অন্যান্য ইলেকট্রনিক্সের রেডিয়েশনের ক্ষতি থেকে বাঁচা যায়। কারণ মানি প্ল্যান্ট রেডিয়েশন সরাতে সাহায্য করে।
advertisement
4/5
ওয়াইফাইয় রাউটারের সামনে মানিপ্ল্যান্ট রাখলে শিশুদের ক্ষতিকর তরঙ্গ থেকে বাঁচাতে পারে। বাস্তুমতে ঘরে এই গাছ রাখলে দারিদ্রতা দূর হয়।
advertisement
5/5
এছাড়াও বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়িতে মানিপ্ল্যান্ট রাখলে তা বৈবাহিক সম্পর্কের সমস্যা দূর করতে পারে। এ ছাড়াও অ্যাকোরিয়ামের জল পরিষ্কার রাখার জন্য অ্যাকোরিয়ামের জলে মানিপ্ল্যান্ট রাখা যেতে পারে।Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Vaastu Tips For Money: ম্যাজিকাল প্ল্যান্ট! চেনা এই গাছ দিতে পারে প্রচুর অর্থ, দারিদ্রতা ঘোচাতে আজই বাড়িতে আনুন