Kitchen Hacks: বাড়িতে চাল রাখলে ক’দিনেই পোকার ছড়াছড়ি? ৫ কৌশল মেনে চললে আর ভোগান্তি হবে না
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
Kitchen Hacks: কয়েকদিন পরেই দেখা যায়, চালের মধ্যে পোকা ঘুরে বেড়াচ্ছে। কিছু ঘরোয়া উপায়ে চালে পোকার উপদ্রব কমানো সম্ভব। জানুন কীভাবে সহজে তাড়াবেন চালের পোকা।
advertisement
1/5

চাল সব সময় একটি মুখবন্ধ পাত্রে রাখুন। ভাল হয়, প্লাস্টিক না ব্যবহার করে যদি বড় স্টিলের ড্রামে রাখতে পারেন। এতে চাল ভাল থাকে, পোকাও ধরে না। চাল রাখার সময় তাতে কয়েকটা নিম পাতা বা তেজ পাতা ফেলে রাখুন। নিম ও তেজ পাতার গন্ধ চালের পোকারা সহ্য করতে পারে না।
advertisement
2/5
লাইফ হ্যাক এক্সপার্ট রিয়া দত্ত বলেন,চাল কখনও কাঠের বাক্সে রাখবেন না। কাঠে পোকা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে। নিয়মিত চালের চালে পোকা ধরলে তা ফ্রিজে ঢুকিয়ে রাখুন। ফ্রিজের ঠান্ডায় পোকা মারা যায়।
advertisement
3/5
চালের কৌটোয় কয়েক কোয়া শুকনো রসুন ফেলে রাখলেও হতে পারে মুশকিল আসান। রসুনের মধ্যে থাকা সালফার পোকামাকড়কে দূরে রাখতে সাহায্য করে।
advertisement
4/5
শুনতে অবাক লাগলেও চালের ড্রামে দেশলাই বাক্স ফেলে রাখলেও পোকামাকড়ের আক্রমণের ঝুঁকি কমে। দেশলাই বাক্সতেও সালফার থাকে, যার গন্ধে পোকামাকড় দূরে থাকে।
advertisement
5/5
গোবিন্দভোগের মতো সুগন্ধ রয়েছে এমন চালে পোকামাকড় বেশি আক্রমণ করে। সে ক্ষেত্রে পোকামাকড়ের হাত থেকে বাঁচাতে চাল ফ্রিজে রাখতে পারেন
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Kitchen Hacks: বাড়িতে চাল রাখলে ক’দিনেই পোকার ছড়াছড়ি? ৫ কৌশল মেনে চললে আর ভোগান্তি হবে না