TRENDING:

Kitchen Hacks for making soft Rotis: আটা মাখার সময় এটা দিন জাস্ট ১ চামচ! অনেক দিন ফ্রিজে রাখলেও রুটি হবে নরম তুলতুলে!

Last Updated:
Kitchen Hacks for making soft Rotis: কিছু সাধারণ টিপস আছে। সেগুলি মেনে চললেই ফ্রিজে অনেক দিন আটা বা ময়দা রাখা যাবে। বজায় থাকবে স্বাদ ও গুণমান।
advertisement
1/5
আটা মাখার সময় এটা দিন জাস্ট ১ চামচ! অনেক দিন ফ্রিজে রাখলেও রুটি হবে নরম তুলতুলে!
ফ্রিজে আটা-ময়দা মেখে রাখা হয় অনেক সংসারেই। কিন্তু দেখা যায় রেফ্রিজারেটরে রাখা আটা বা ময়দার মণ্ড অনেক সময়ে খারাপ হয়ে যায়।
advertisement
2/5
কিছু সাধারণ টিপস আছে। সেগুলি মেনে চললেই ফ্রিজে অনেক দিন আটা বা ময়দা রাখা যাবে। বজায় থাকবে স্বাদ ও গুণমান।
advertisement
3/5
সব সময় আটা বা ময়দা রেখে রাখুন এয়ারটাইট কন্টেনারে। রাখতে পারেন জিপ লক পাউচেও। আটা বা ময়দা মাখার সময় ১ চামচ ঘি বা সাদা তেল দিন।
advertisement
4/5
মণ্ডটির গায়েও তেল মাখান। তাহলে সেটা অক্সিডাইজড হবে না। তরতাজা থাকবে অনেক দিন। শুকিয়ে যাবে না।
advertisement
5/5
ফ্রিজের তাপমাত্রা সব সময় ২ ডিগ্রি সেলসিয়াস থেকে ৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখুন। এর বেশি ঠান্ডা হলে কিন্তু আটা ও ময়দার মণ্ড নষ্ট হয়ে যাবে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Kitchen Hacks for making soft Rotis: আটা মাখার সময় এটা দিন জাস্ট ১ চামচ! অনেক দিন ফ্রিজে রাখলেও রুটি হবে নরম তুলতুলে!
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল