TRENDING:

Kiss Day 2024: চুমু খাওয়ার আগে সাবধান! শরীরে ছড়াতে পারে এই ভয়াবহ ভাইরাস! কোনও ভ্যাকসিন বা চিকিৎসা নেই!

Last Updated:
Kiss Day 2024: চুমু থেকেই ছড়ায় এই ভাইরাস! যার তেমন কোনও চিকিৎসা নেই! আপনি আক্রান্ত কিনা বুঝবেন কী করে? জানুন চিকিৎসকের মত
advertisement
1/8
চুমু খাওয়ার আগে সাবধান! শরীরে ছড়াতে পারে এই ভয়াবহ ভাইরাস! যার চিকিৎসা নেই!
আজ ১৩ফেব্রুয়ারি বিশ্ব চুম্বন দিবস। চুমু খেতে কে না চায়! তবে নিজের প্রেমিক বা প্রেমিকাকে চুম্বন করার সময় সতর্ক হয়ে যান। চুম্বন থেকে ছড়াতে পারে এই ভয়ানক রোগ। যার কোনও চিকিৎসাও নেই। এমবকী এখনও কোনও ভ্যাকসিনও পাওয়া যায়নি। photo source collected (তথ্য: পিয়া গুপ্তা)
advertisement
2/8
কি অবাক হচ্ছেন তো? হ্যাঁ এমনই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। বিশিষ্ট ডাক্তার চিন্ময় দেব গুপ্ত জানান, চুমু খেলে মারাত্মক হার্পিস ভাইরাসের সংক্রমণ হতে পারে। চুম্বনেরও পার্শ্বপ্রতিক্রিয়া থাকে, কারণ চুম্বন থেকেও হতে পারে মারাত্মক ইনফেকশন। এমনই কঠিন সংক্রমণ যে যার কোনও প্রতিকারও নেই। photo source collected
advertisement
3/8
আর তাই এমন সব লক্ষণ দেখলে শত ইচ্ছেতেও চুমু খাওয়া থেকে নিজেকে জোর করে দূরে রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। photo source collected
advertisement
4/8
যদি শরীরে জ্বর থাকে সেই অবস্থায় চুমু খেলেই ভাইরাসের খপ্পরে পড়তে পারেন। যা মূলত হার্পিস ভাইরাস, পরিবার থেকে এসেছে। কোনও রকম লক্ষণ ছাড়াই এই ভাইরাস বাসা বাঁধে শরীরের মধ্যে। photo source collected
advertisement
5/8
চুমু থেকে কিংবা লালা, থুতু, কাশির মাধ্যমেও এই সংক্রমণ একজনের শরীর থেকে আরেকজনের শরীরে ছড়ায়। এছাড়াও এই ভাইরাস রক্ত বা বীর্যের মাধ্যমে ছড়ায়। একজনের দেহে যখন ভাইরাস সক্রিয় থাকে তখনই তা অন্য মানুষের দেহে সংক্রমিত হয়। photo source collected
advertisement
6/8
অতিরিক্ত ক্লান্তি, জ্বর, মাথাব্যথা, গলা ব্যথা, ঘাড় এবং বগলে ফোলা লিম্ফ নোড, লিভার ফুলে যাওয়া, শরীরের নানা জায়গায় ফুসকুড়ি- এসবই হল এই চুমু জ্বরের উপসর্গ।কী ভাবে বুঝবেন আপনি এই ভাইরাসে আক্রান্ত? জানুন photo source collected
advertisement
7/8
রক্তে উপস্থিত বিশেষ অ্যান্টিবডিই বলে দেবে আপনি এই রোগে আক্রান্ত কিনা। এই রোগ থেকে মুক্তির একমাত্র উপায় হল সতর্কতা। সঙ্গীর যদি জ্বর, গলা ব্যথা, মাথা ব্যথার মত উপসর্গ থাকে তাহলে ভুল করেও চুমু খাবেন না। photo source collected
advertisement
8/8
চুম্বন রোগ নিরাময়ের কোনও রকম ভ্যাকসিন বা ওষুধ নেই। শুধুমাত্র বিশেষ কিছু নিয়ম মেনে চলতে পারেন। যেমন-প্রচুর পরিমাণ জল, ফলের রস এসব খেতে হবে। photo source collected (তথ্য: পিয়া গুপ্তা)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Kiss Day 2024: চুমু খাওয়ার আগে সাবধান! শরীরে ছড়াতে পারে এই ভয়াবহ ভাইরাস! কোনও ভ্যাকসিন বা চিকিৎসা নেই!
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল