Kidney Stone: বিয়ার খেলে কিডনির স্টোন গলে বেরিয়ে যায়? ভাইরাল ঘরোয়া টোটকা নিয়ে যা বললেন ইউরোলজিস্ট
- Published by:Rukmini Mazumder
Last Updated:
কিডনি স্টোনের যন্ত্রণা কতটা তীব্র হতে পারে, তা যাঁরা সয়েছেন, তাঁরাই জানেন। এ যন্ত্রণা হঠাৎ শুরু হয়। কিন্তু যখন শুরু হয়, তখন সহ্যশক্তির সীমা ছাড়িয়ে যায়
advertisement
1/7

ইদানীং ঘরে ঘরে কিডনিতে পাথরের সমস্যা! অনেকেই মনে করেন, বিয়ার খেলে নাকি কিডনির পাথর বেরিয়ে যায়। তবে চিকিৎসকদের মতে, এই ধারণা সম্পূর্ণ ভুল! উলটে বড় ক্ষতি হয়ে যায়!
advertisement
2/7
অনেকে ভাবেন, বিয়ার খেলে প্রস্রাবের পরিমাণ বেড়ে যায়, ফলে কিডনির পাথর সহজে বেরিয়ে আসে। কিন্তু এই ধারণা একেবারেই ভুল। এমনিতে ৫ মিলিমিটার বা তার চেয়ে ছোট পাথর স্বাভাবিকভাবেই বেরিয়ে যায়, তার সঙ্গে বিয়ার খাওয়ার কোনও ভূমিকা নেই।
advertisement
3/7
অনেকে আবার আরও এক ধাপ এগিয়ে, ওষুধ না খেয়ে বা অস্ত্রোপচার না করে ভাবেন, বিয়ার খেলেই বুঝি বা কিডনির পাথর বেরিয়ে যাবে! কিন্তু এই ধারণা উলটে আরও বড় বিপদ ডেকে আনে। বিয়ারে অক্সালেট থাকে, যা কিডনিতে পাথর তৈরিতে সহায়ক। দীর্ঘদিন বিয়ার খেলে শরীরে জলের অভাব দেখা দিতে পারে, ফলে নতুন পাথর তৈরির ঝুঁকি বাড়ে এবং কিডনিতে চাপ সৃষ্টি হয়।
advertisement
4/7
আরও একটি ভুল ধারণা হল, অনেকেই ভাবেন, বেশি পরিমাণে বিয়ার খেলে কিডনির পাথর দ্রুত বেরিয়ে যাবে। বাস্তবে হঠাৎ করে অতিরিক্ত প্রস্রাব হওয়া মানেই পাথর বেরিয়ে যাবে—এর কোনও নিশ্চয়তা নেই। ইউরেটার যদি আটকে যায়, তা হলে ব্যথা আরও তীব্র হতে পারে। বর্তমানে চিকিৎসকেরা এমন ওষুধ দেন, যা ইউরেটারকে শিথিল করে নিরাপদে পাথর বার হতে সাহায্য করে।
advertisement
5/7
চিকিৎসাজনিত প্রক্রিয়া নিয়ে ভয় পাওয়ার কারণেই অনেকে বিয়ারের মতো ঘরোয়া টোটকার দিকে ঝুঁকছেন। কিন্তু চিকিৎসকের পরামর্শে নিয়ে চিকিৎসা অনেক বেশি নিরাপদ ও কার্যকর। ছোট পাথর ওষুধের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়, আর বড় পাথরের ক্ষেত্রে মিনিমালি ইনভেসিভ পদ্ধতিতে সফলভাবে কিডনির পাথরের চিকিৎসা করা সম্ভব।
advertisement
6/7
এমএস, এমসিএইচ (ইউরোলজি) ডা. দীপেশ কালরা বলেন, “অনেকে দাবি করেন বিয়ার খেলে কিডনির পাথর ভেঙে যায় বা বেরিয়ে যায়। এটি সবচেয়ে বড় ভ্রান্ত ধারণাগুলির মধ্যে একটি।”
advertisement
7/7
Disclaimer: এই তথ্যগুলি গবেষণা ও বিশেষজ্ঞদের মতামতের উপর ভিত্তি করে তৈরি। এটি চিকিৎসা পরামর্শের বিকল্প নয়। কিডনির পাথরের চিকিৎসা শুরু করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Kidney Stone: বিয়ার খেলে কিডনির স্টোন গলে বেরিয়ে যায়? ভাইরাল ঘরোয়া টোটকা নিয়ে যা বললেন ইউরোলজিস্ট