Kidney Stone: ডায়েট থেকে মুছে ফেলুন এই ‘খাবার’! মুখে তুলবেন না এই ‘পানীয়’! কোনও দিন কিডনিতে পাথরের পাহাড় জমবে না
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Kidney Stone:কিডনিতে পাথর জমার প্রবণতা কমাতে কিছু সহজ নিয়ম মেনে চলতে হবে৷ তাহলেই সুস্থ থাকবে কিডনি
advertisement
1/9

বর্জ্য পরিশোধন, তরল ভারসাম্য বজায় রাখা এবং শরীরের প্রয়োজনীয় কার্যকারিতা নিয়ন্ত্রণ করে সামগ্রিক স্বাস্থ্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ কিডনি । কিডনি রোগ প্রায়ই নীরবে বেড়ে যায় এবং যে কোনও বয়সের ব্যক্তিরা আক্রান্ত হতে পারেন৷
advertisement
2/9
কিডনি সম্পর্কিত সাধারণ অবস্থাগুলি বোঝা এবং প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণ কিডনির কার্যকারিতা এবং সামগ্রিক সুস্থতা রক্ষা করতে সাহায্য করতে পারে। বলছেন পুষ্টিবিদ মনপ্রীত কালরা৷
advertisement
3/9
কিডনি সম্পর্কিত সাধারণ অবস্থাগুলি বোঝা এবং প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণ কিডনির কার্যকারিতা এবং সামগ্রিক সুস্থতা রক্ষা করতে সাহায্য করতে পারে।
advertisement
4/9
বিশেষজ্ঞ ডাক্তার সি.নিবেদিতা বলেন, ‘‘যখনই কিডনিতে পাথর ব্লকেজ সৃষ্টি করে, তখনই কিডনির কার্যকারিতা প্রভাবিত হয়। দীর্ঘমেয়াদী ক্ষতি রোধ করার জন্য সময়মত রোগ নির্ণয় এবং চিকিৎসা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’’
advertisement
5/9
কিডনিতে পাথর জমার প্রবণতা কমাতে কিছু সহজ নিয়ম মেনে চলতে হবে৷ তাহলেই সুস্থ থাকবে কিডনি৷
advertisement
6/9
পর্যাপ্ত পরিমাণে জলপান করতে হবে৷ জল শরীরকে ডিটক্সিফাই করে৷ শরীর থেকে দূষিত ও বিষাক্ত পদার্থ বার করে দেয় জল৷
advertisement
7/9
নুন খাওয়া কমিয়ে দিন৷ কাঁচা নুন একদমই খাবেন না৷ রান্নায় নুন কম দিন৷ চেষ্টা করুন যে কোনও সংস্থার বাজার থেকে লাইট সল্ট কিনতে৷
advertisement
8/9
জাঙ্ক ফুড খাওয়া পুরো বাদ দিন৷ সম্পূর্ণ বাদ দিতে না পারলেও যথাসম্ভব কম খান৷
advertisement
9/9
কার্বনেটেড ড্রিঙ্কস বা কোল্ড ড্রিঙ্কস খাওয়া এড়িয়ে চলুন৷ এই পানীয় গুলিতে চিনি ছাড়া অন্য উপাদান বিশেষ থাকে না৷ উপকারের বলে ক্ষতির বহর অনেক বেশি৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Kidney Stone: ডায়েট থেকে মুছে ফেলুন এই ‘খাবার’! মুখে তুলবেন না এই ‘পানীয়’! কোনও দিন কিডনিতে পাথরের পাহাড় জমবে না