Kidney Failure: শরীরে এই উপসর্গগুলি কি প্রকাশ পাচ্ছে? তাহলে এখনই সাবধান হয়ে যান, নাহলে কিডনি বিকল হয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ অঙ্গ কিডনির খেয়াল রাখা আবশ্যক। কিন্তু আজকাল আমরা যে খাবার খাই, তা আমাদের কিডনির ক্ষতি করে। আসলে এই সমস্ত খাবার কিডনির উপর চাপ বাড়াচ্ছে। এই পরিস্থিতিতে কিডনি সম্পূর্ণ রূপে বিষাক্ত রাসায়নিক ফিল্টার করতে পারে না। যার জেরে ধীরে ধীরে বিকল হতে শুরু করে কিডনি।
advertisement
1/13

মানবদেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হল কিডনি। আসলে কিডনি ছাড়া আমরা অচল। কারণ আমরা যে খাবার খাই, তা পরিপাক করার সময় নিউট্রিয়েন্টের সঙ্গে একাধিক ক্ষতিকর রাসায়নিক উৎপন্ন হয়। আর শরীর থেকে বিষাক্ত রাসায়নিক বার করে দেওয়ার জন্য কাজ করে কিডনি। আসলে শরীরে পরিশ্রুত করা বা ফিল্টার করার কাজ করে কিডনি। Representative Image
advertisement
2/13
এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ অঙ্গ কিডনির খেয়াল রাখা আবশ্যক। কিন্তু আজকাল আমরা যে খাবার খাই, তা আমাদের কিডনির ক্ষতি করে। আসলে এই সমস্ত খাবার কিডনির উপর চাপ বাড়াচ্ছে। এই পরিস্থিতিতে কিডনি সম্পূর্ণ রূপে বিষাক্ত রাসায়নিক ফিল্টার করতে পারে না। যার জেরে ধীরে ধীরে বিকল হতে শুরু করে কিডনি। Representative Image
advertisement
3/13
কিন্তু একবারে কিডনির অবস্থার অবনতি হয় না। তার আগে অবশ্য আমাদের শরীরই ইঙ্গিত দিতে থাকে। সময়ে রোগ নির্ণয় করা গেলে এই সমস্যা প্রতিরোধ করা সম্ভব। এখন প্রশ্ন হল, কিডনি বিকল হওয়ার উপসর্গগুলি কী কী। কিডনি বিকল হলে কী কী সমস্যা দেখা যায়। সেটাই জেনে নেওয়া যাক আজকের প্রতিবেদনে। Representative Image
advertisement
4/13
পা ফোলা: ক্লিভল্যান্ড ক্লিনিকের তরফে বলা হয়েছে যে, পা ফোলা কিন্তু কিডনি বিকল হওয়ার উপসর্গ হতে পারে। কিডনি ড্যামেজ হতে থাকলে হিমোগ্লোবিনে পরিবর্তন দেখা দিতে থাকে। যার প্রভাব গিয়ে পড়ে পায়ের উপর। Representative Image
advertisement
5/13
বারবার প্রস্রাব হওয়া: প্রস্রাব বা মূত্রের আকারে দেহের বর্জ্যপদার্থ নির্গত করে কিডনি। তাই কিডনি বিকল হলে প্রস্রাবের ঘনত্বের পরিবর্তন দেখা দেয়। এই পরিস্থিতিতে মূত্রের রঙ এবং গন্ধের ক্ষেত্রেও পরিবর্তন দেখা দিতে পারে। Representative Image
advertisement
6/13
খিদের উপর প্রভাব: কিডনি যখন সঠিক ভাবে কাজ করে না, তখন গা-বমি ভাব হতে পারে। পেটের মধ্যে যে বর্জ্য পদার্থ উৎপন্ন হয়, তার মধ্যে প্রচুর পরিমাণে ক্ষতিকর রাসায়নিক থাকে। এই পরিস্থিতিতে বমি হতে শুরু করে। খিদে কমে যায় আর পেট ব্যথাও হতে পারে। Representative Image
advertisement
7/13
শ্বাসকষ্ট: হার্টের রোগের জেরে শ্বাসকষ্ট হতে পারে। কিডনি যদি বর্জ্য পদার্থ সঠিক ভাবে নির্গত করতে না পারে, তাহলে তা ফুসফুসে পৌঁছে যায়। যখন তা ফুসফুসে জমতে থাকে, তখন শ্বাসকষ্ট হতে শুরু করে। Representative Image
advertisement
8/13
ক্লান্তি বা অবসন্ন ভাব: অতিরিক্ত ক্লান্তিও কিন্তু কিডনি ড্যামেজের উপসর্গ হতে পারে। আর কিডনি বিকল হলে টক্সিন রক্তেই জমা হতে থাকে। যা ক্লান্তি আনে। Representative Image
advertisement
9/13
শুষ্ক ত্বক: টক্সিক পদার্থ জমা হওয়ার ফলে ইউরেমিক পিউরাইটিস হতে পারে। এর জেরে রক্তে নির্দিষ্ট কিছু মিনারেল জমা হয়। যার ফলে ত্বকে চুলকানি হয় এবং শুষ্ক হয়ে যায়। Representative Image
advertisement
10/13
অ্যানিমিয়া বা রক্তাল্পতা: কিডনি ফেলিওরের কারণে হরমোন এরিথ্রোপোয়েটিনের মাত্রা কমিয়ে দেয়। এটি আসলে লোহিত রক্তকণিকা তৈরির জন্য কাজ করে। যার জেরে অ্যানিমিয়া বা রক্তাল্পতা হতে পারে। Representative Image
advertisement
11/13
ঘুমের সমস্যা: কিডনি যখন সঠিক ভাবে রক্ত পরিশ্রুত করতে পারে, তখন টক্সিন জমা হয়। যার জেরে ঘুম আসতে চায় না। যদি এই সমস্ত সমস্যা দেখা দিলে অবিলম্বে চিকিৎসকদের পরামর্শ গ্রহণ করতে হবে। Representative Image
advertisement
12/13
এই সংক্রান্ত সমস্যার মধ্যে অন্যতম হল ইউটিআই। হায়দরাবাদের এশিয়ান ইনস্টিটিউট অফ নেফ্রোলজি এবং ইউরোলজির কনসালট্যান্ট ফিমেল ইউরোলজিস্ট ডা. দীপ্তি সুরেকা এই রোগ সম্পর্কে নিজের মতামত ভাগ করে নিয়েছেন। এইচটি-র এক সাক্ষাৎকারে তিনি বলেন, মূত্রনালীর স্বাস্থ্য ভাল রাখার জন্য ব্যালেন্সড ইউরিনারি পিএইচ বজায় রাখা আবশ্যক। পিএইচ-এর ভারসাম্য না থাকলে দেহ বিশেষ করে মূত্রনালীতে সংক্রমণের আশঙ্কা বাড়ে। উপযুক্ত ইউরিনারি পিএইচ হবে ৪.৫ থেকে ৮.০। যা মানুষের খাদ্যাভ্যাস এবং হেলথ ফ্যাক্টরের উপর নির্ভর করবে। আর ব্যালেন্সড পিএইচ কিডনি সুস্থ রাখতে এবং মূত্রথলির কার্যকারিতা ঠিক রাখতে সহায়তা করে। Representative Image
advertisement
13/13
(Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷ )
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Kidney Failure: শরীরে এই উপসর্গগুলি কি প্রকাশ পাচ্ছে? তাহলে এখনই সাবধান হয়ে যান, নাহলে কিডনি বিকল হয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে