Kidney Disease: ঝোপজঙ্গলের বুনো এই আগাছাতেই নিপাত যাবে কিডনির রোগ! সারবে প্রস্রাবের অসুখ! ব্লাড প্রেশারের যম
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Kidney Disease: মানুষ এই গাছকে আগাছা হিসেবে চেনে এই গাছের রয়েছে অসম্ভব উপকারী গুণ, আমাশা সর্দি-কাশি থেকে হিমাস্টেটিক হিসাবে কার্যকরী কুকশিমা গাছ
advertisement
1/5

আগাছা মত কুকশিমা গাছে রয়েছে বহু উপকারি গুণ! ফিতা কৃমির সমস্যা দূর করার পাশাপাশি জ্বর সারাতে এর উপকারী গুণ রয়েছে।
advertisement
2/5
প্রতিটি গাছ পাতায় রয়েছে ভেষজ গুণাবলী। ভেষজ গাছ পাতায় সমৃদ্ধ ভারতবর্ষ। আদি কাল থেকে ভেষজ উপায় রোগ নিরাময়ের চল এখানে। বর্তমান সময়েও ভেষজ উপায়ে রোগ নিরাময় হচ্ছে। ফলে কুকশিমা'র মত বিভিন্ন গাছের গুরুত্ব রয়েছে।
advertisement
3/5
কুকশিমা গাছ কাঠপাতা গাছ নামেও পরিচিত। এটি বিশেষ করে মূত্রবর্ধক গুণের জন্য পরিচিত। এটি মূত্রের প্রবাহ বৃদ্ধি করে। কিডনি এবং মূত্রথলির সঠিক কাজ বজায় রাখতে সহায়তা করে।
advertisement
4/5
গাছে ছোট ফুল লোমযুক্ত পাতা এই গাছ রক্তচাপ কমাতে সাহায্য করে এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। আমাশয় সারাতে এই গাছ উপকারী ভূমিকা পালন করে। এছাড়াও নানা গুণে ভরপুর এই গাছ।
advertisement
5/5
এ প্রসঙ্গে অভিজ্ঞ চিকিৎসক সৌরেন্দু শেখর বিশ্বাস জানান, অসম্ভব উপকারী গুণে ভরপুর কুক শিমা গাছ। গোলমরিচ দিয়ে পাতা বাটার রস হিমোস্টেটিক হিসেবে কাজ করে। হোমিওপ্যাথি ওষুধ তৈরিতেও এই গাছ ব্যবহার হয়। কাশির সমস্যা দূর করতে এই পাতা ফুটিয়ে মিছরি ও কিসমিস দিয়ে খেলে উপকার পাওয়া যায়।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Kidney Disease: ঝোপজঙ্গলের বুনো এই আগাছাতেই নিপাত যাবে কিডনির রোগ! সারবে প্রস্রাবের অসুখ! ব্লাড প্রেশারের যম