Kidney Disease: খালি পেটে এই ওষুধ খাচ্ছেন? এই পাঁচ ভুলেই নষ্ট হতে পারে কিডনি ! জানুন চিকিৎসকের মত
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:BONOARILAL CHOWDHURY
Last Updated:
Kidney Disease: কিডনি ভাল রাখতে হলে এখুনি জানুন! বড় বিপদ হতে পারে!
advertisement
1/6

রোজকার কিছু খারাপ প্রভাব, শরীরে খারাপ প্রভাব সৃষ্টি করতে পারে। অর্থাৎ এগুলি স্বাস্থ্যহানি ঘটায়। তাই স্বাস্থ্যহানি রোধ করতে অনেকেই স্বাস্থ্য নিয়ে সচেতন থাকেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিভিন্ন কাজ করে থাকেন। তেমনই কিডনি সংক্রান্ত কয়েকটি সতর্কবার্তা দিচ্ছেন ডাক্তার মিল্টন বিশ্বাস। দেখুন কি বলছেন তিনি।(তথ্য: বনোয়ারীলাল চৌধুরী)
advertisement
2/6
ডাক্তার মিল্টন বিশ্বাস জানাচ্ছেন, পাঁচটি ভুলের কারণে কিডনি নষ্ট হয়ে যেতে পারে। যার মধ্যে অন্যতম একটি কারণ হল অনিয়ন্ত্রিত রক্তচাপ। অনেকদিন যাবত যদি হাই ব্লাড প্রেসারের সমস্যা থাকে এবং সেই বিষয়টি নিয়ে যদি অনিয়ম করা হয়। তাহলে তা কিডনিতে প্রভাব ফেলতে পারে।(তথ্য: বনোয়ারীলাল চৌধুরী)
advertisement
3/6
অনিয়মিত ডায়াবেটিস কিডনি নষ্ট হবার অপর একটি কারণ। যদি কারও ব্লাড সুগার থাকে এবং বিষয়টি নিয়ে অবহেলা করে কোনও রকম ওষুধ সেবন না করা হয়। তাহলে এই ব্লাড সুগার লেভেল বৃদ্ধি পাবে। এই সুগার লেভেল বেড়ে এমন জায়গায় পৌঁছবে ,যা কিডনি খারাপ করতে পারে।(তথ্য: বনোয়ারীলাল চৌধুরী)
advertisement
4/6
তিনি আরও বলেছেন, যদি কোনও ব্যক্তির অতিরিক্ত মেদ বা চর্বি থাকে অর্থাৎ যদি কেউ অতিরিক্ত ওজনের সমস্যায় ভোগেন, তাহলে সে ক্ষেত্রে কিডনি বিকল হবার সম্ভাবনা তৈরি হয়।(তথ্য: বনোয়ারীলাল চৌধুরী)
advertisement
5/6
কিডনি বিকল হবার অপর একটি কারণ হল দীর্ঘদিন যাবত খালি পেটে ব্যথা-নাশক ওষুধ খাওয়া। অনেকের মধ্যেই এই অভ্যাসটি রয়েছে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এই অভ্যেস শরীর তথা কিডনির ওপর বিরূপ প্রভাব সৃষ্টি করতে পারে।এছাড়াও, বংশের মা-বাবা দাদা বা কোনও পরিবারের সদস্যদের কিডনিজনিত সমস্যা থাকলে ভবিষ্যতে কিডনির অসুখে ভোগার সম্ভাবনা তৈরি হয়।(তথ্য: বনোয়ারীলাল চৌধুরী)
advertisement
6/6
মানব শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হল কিডনি। কিডনির সমস্যা গোড়াতেই চিকিৎসা শুরু হলে অনেক ক্ষেত্রে তার থেকে রেহাই পাওয়া সম্ভব। তাই এধরনের সমস্যার ক্ষেত্রে অবহেলা না করে নেফ্রলজিস্ট এর সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। (তথ্য: বনোয়ারীলাল চৌধুরী)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Kidney Disease: খালি পেটে এই ওষুধ খাচ্ছেন? এই পাঁচ ভুলেই নষ্ট হতে পারে কিডনি ! জানুন চিকিৎসকের মত