Khoi in Blood Sugar: ধান থেকে তৈরি খই কি ব্লাড সুগারে খাওয়া যায়? খই খেলে কি ডায়াবেটিস বাড়ে? জানুন
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Khoi in Blood Sugar: গরমকালে শুকনো খাবার হিসেবে খই জুড়িহীন। নানাভাবে এই দাবদাহে শরীরকে সুস্থ রাখে খই। বিভিন্ন ভাবে খই খাওয়া যায় গরমে।
advertisement
1/8

খই সাধারণত ধান ও ভুট্টা থেকে তৈরি হয়। অ্যানিমিয়া বা রক্তাল্পতায় আক্রান্ত রোগীদের জন্য খই খুবই উপকারী। বাঙালির শুভ অনুষ্ঠান থেকে ডায়েট-সর্বত্র উজ্জ্বল উপস্থিতি এই খাবারের।
advertisement
2/8
গরমকালে শুকনো খাবার হিসেবে খই জুড়িহীন। নানাভাবে এই দাবদাহে শরীরকে সুস্থ রাখে খই। বিভিন্ন ভাবে খই খাওয়া যায় গরমে। বলছেন পুষ্টিবিদ অবনী কৌল।
advertisement
3/8
খইয়ের কার্বোহাইড্রেটস শরীরকে চটজলদি কর্মশক্তির যোগান দেয়। রক্তাল্পতা রোগ নিয়ন্ত্রণে ডায়েটে রাখুন খই।
advertisement
4/8
ফাইবার থাকায় খই খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায় শরীরে। দূর করে কোলন ক্যানসারের আশঙ্কা।
advertisement
5/8
পরিমিত পরিমাণে খই খাওয়া ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী।
advertisement
6/8
ফোলেটের উপস্থিতিতে অন্তঃসত্ত্বাদের ডায়েটেও রাখা হয় খই।
advertisement
7/8
কোষ্ঠকাঠিন্য ও রক্তক্ষরণ সংক্রান্ত সমস্যা দূর করতে খই জুড়িহীন।
advertisement
8/8
ডায়েটিং করলে খই খেতে ভুলবেন না। ভিটামিনের উপস্থিতিতে খই রোগ প্রতিরোধ শক্তি মজবুত করে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Khoi in Blood Sugar: ধান থেকে তৈরি খই কি ব্লাড সুগারে খাওয়া যায়? খই খেলে কি ডায়াবেটিস বাড়ে? জানুন