Health Benefits of Khoi: কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি! কমে কোলেস্টেরল! কিন্তু খই কি ব্লাড সুগারে খাওয়া যায়? জানুন
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Health Benefits of Khoi: কোথাও যাওয়ার হলে সহজেই সঙ্গে রাখা যায় খই। দামেও আয়ত্তের মধ্যেই চালজাত এই পুষ্টিকর খাবার।
advertisement
1/7

চাল থেকে তৈরি হওয়া খই, চিঁড়ে, মুড়ি দীর্ঘ দিন ধরে দাপটের সঙ্গে রয়েছে বাঙালির ডায়েটে। গরমকালে তো বটেই, বছরভরই খাওয়া যায় এগুলি।
advertisement
2/7
খইয়ের মতো সহজলভ্য খাবার কমই আছে। কোথাও যাওয়ার হলে সহজেই সঙ্গে রাখা যায় খই। দামেও আয়ত্তের মধ্যেই চালজাত এই পুষ্টিকর খাবার। বলছেন পুষ্টিবিদ অবনী কৌল।
advertisement
3/7
খইয়ের গুণে শরীরে খারাপ কোলেস্টেরল কমে যায়। অতি মাত্রায় ফাইবার ভরপুর ডায়াবেটিক ও অ্যানিমিক রোগীদের জন্য অত্যন্ত কার্যকর।
advertisement
4/7
খইয়ের ফোলেট অন্তঃসত্ত্বাদের সুস্বাস্থ্য বজায় রাখে। এর প্যানটোথেনিক অ্যাসিড সাহায্য করে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায়। কিডনির সুস্থতাও বজায় রাখে খই।
advertisement
5/7
সঠিক পরিমাণে খই নিয়মিত খেলে হৃদযন্ত্রের সুস্বাস্থ্য বজায় থাকে। সাহায্য করে মেটাবলিজমে। ফুসফুসের ক্যানসার প্রতিরোধেও খই কার্যকরী।
advertisement
6/7
কোষ্ঠকাঠিন্য ও হেমোরয়েড সমস্যায় খুবই উপকারী খই। এর আয়রন ও ভিটামিন বি-১২ রক্তাল্পতা দূর করে। এর ভিটামিন এ চুলের উজ্জ্বলতা ও দৃষ্টিশক্তির তীব্রতা বজায় রাখে।
advertisement
7/7
ত্বক উজ্জ্বল করে বিভিন্ন সমস্যা দূর করে খইয়ের ভিটামিন এ, সি এবং লাইকোপিন। শরীরকে পর্যাপ্ত শক্তির যোগান দেয় খই।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Health Benefits of Khoi: কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি! কমে কোলেস্টেরল! কিন্তু খই কি ব্লাড সুগারে খাওয়া যায়? জানুন