অবাঞ্ছিত গর্ভাবস্থার ভয় আর নেই, সঙ্গিনীর ওভিউলেশনের ক্যালেন্ডার মাথায় রাখার সহজ টিপস
Last Updated:
advertisement
1/8

যৌনতা শব্দটি নিয়ে ভারতীয় সামজিক ব্যবস্থায় এত ফিসফাস যে কোনও কিছু নিয়ে কথা বলতেই কেউ ভয় পায় ৷ তাছাড়াও বিভিন্ন ভুল ধারণাও আছে ৷ যাতে মনে করা হয় ইন্টারকোর্স করলেই প্রেগন্যান্ট হয়ে পড়বেন আপনার পার্টনার ৷ কিন্তু এই ধারণা পুরোপুরি ভুল ৷ Photo - Representive
advertisement
2/8
অবাধ যৌন মিলনেও কোনও বাধা থাকে না যদি আপনি ও আপনার সঙ্গী ওভিউশেলন সাইকেলটা জানেন ৷ এটা জানা থাকলেই আপনি জানতে পারবেন আপনার সেফ সেক্সের পিরিয়ডটা কি ৷ Photo - Representive
advertisement
3/8
মহিলাদের ওভিউলেশন ক্যালেন্ডারের হিসেব রাখা যায় সহজেই ৷ মেনস্ট্রুয়াল সাইকেল একদিন শুরু হয় ও দিন চার বা পাঁচেক পরে শেষ হয় ৷ কিন্তু এটা একেক জন মহিলার ক্ষেত্রে এক এক রকম ৷ Photo - Representive
advertisement
4/8
একটা পিরিয়ডের পর থেকে অন্য একটা পিরিয়ডের মধ্যে ১৪ তম দিনে সাধারণত ওভিউলেশন শুরু হয় ৷ Photo - Representive
advertisement
5/8
এই চোদ্দদিনর সাইকেলে ঢুকে পরার আগের অংশটি অবাধ যৌনতার জন্য আদর্শ ৷এ সময়ে মিলনের আনন্দ চুটিয়ে উপভোগ করলেও গর্ভাবস্থার আশঙ্কা ৯৫ শতাংশ ক্ষেত্রে থাকে না ৷ Photo - Representive
advertisement
6/8
মহিলাদের যৌনাঙ্গ থেকে সাদা মিউকাসের মতো যে তরল বেরোয় তা দিয়ে ওভিউলেশনের সময় বোঝা যায় কারণ এটা সেই সময়ের আগে বেরোয় ৷ তাই সেটা যদি বেরোতে শুরু করে তাহলে সতর্ক থাকাটাই শ্রেয় ৷ Photo - Representive
advertisement
7/8
ওভিউলেশনের সময়ে শারীরিক অস্বস্তি বৃদ্ধি পায় ৷ ফলে যন্ত্রণা হয় ৷ এটা থেকেও বুঝতে পারা যায় যে সেফ পিরিয়ড নেই ৷ Photo - Representive
advertisement
8/8
সন্তানের আগমন হোক নারী ও পুরুষের যৌথ সম্মতিতে ৷ তাই এই ক্যালেন্ডার যেমন মেয়েদের মাথায় রাখা দরকার ৷ তেমনিই পুরুষরা জেনে রাখলেও সুবিধা ডবল ৷ সন্তান সুখ একটা আলাদা জিনিস তাই অবাঞ্চিত ভাবে তার আগমন যেন না হয় ৷ Photo - Representive
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
অবাঞ্ছিত গর্ভাবস্থার ভয় আর নেই, সঙ্গিনীর ওভিউলেশনের ক্যালেন্ডার মাথায় রাখার সহজ টিপস