TRENDING:

Kaushiki Amavasya 2024 Timing & Muhurt: কৌশিকী অমাবস্যা আজ পঞ্জিকামতে কত ক্ষণ? জানুন দিনভর মাহেন্দ্রযোগ, অমৃতযোগ ও বারবেলার সময়

Last Updated:
Kaushiki Amavasya 2024 Timing & Muhurt: ভাদ্রপদা বা কৌশিকী অমাবস্যা পালিত হবে সোমবার। তন্ত্রসাধকদের কাছে এই তিথি খুব গুরুত্বপূর্ণ। জানুন শুভ সময়, মাহেন্দ্রযোগ, বারবেলা ও অমৃতযোগ
advertisement
1/8
পঞ্জিকায় কৌশিকী অমাবস্যা আজ কত ক্ষণ? জানুন দিনভর মাহেন্দ্রযোগ, অমৃতযোগ ও বারবেলা
আজ অর্থাৎ সোমবার কৌশিকী অমাবস্যা৷ তন্ত্রসাধকদের কাছে এই তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ বলা হয় এই তিথি নিষ্ঠাভরে পালন করলে জীবন থেকে বাধাবিঘ্ন কেটে যায়৷ আসে সৌভাগ্য ও অর্থবৃষ্টি৷
advertisement
2/8
দৃকসিদ্ধান্ত ও অন্য পঞ্জিকা অনুযায়ী এদিন অহোরাত্রা অমাবস্যা৷ অর্থাৎ সূর্যোদয় থেকে শুরু করে দিনভর থাকবে এই পুণ্যতিথি৷
advertisement
3/8
সোমবার, ২ সেপ্টেম্বর ভোর ৫.২১ থেকে শুরু কৌশিকী অমাবস্যা৷ বুধবার ৩ সেপ্টেম্বর পর্যন্ত থাকবে এই তিথি৷
advertisement
4/8
দৃকসিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী সোমবার বারবেলা সকাল ৬.৫৬ গতে ৮.২৯ মধ্যে৷ ফের ২.৪২ গতে ৪.১৪-র মধ্যে বারবেলা৷
advertisement
5/8
সকাল ৭.০২-এর মধ্যে এবং ফের ১০.২২ গতে ১২.৫০ গতে অমৃতযোগ৷ রাত্রি ৬.৩৫ গতে ৮.৫৪ মধ্যে এবং ফের ১১.১৩ গতে ২.১৮-র মধ্যে এই যোগ থাকবে৷
advertisement
6/8
দৃকসিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী মাহেন্দ্রযোগ দুপুর ৩.২০ গতে ৪.৫৯ পর্যন্ত৷ অন্য পঞ্জিকা অনুসারে মাহেন্দ্রযোগ দুপুর ৩.২১ গতে বিকেল ৫.০১ মধ্যে৷
advertisement
7/8
অন্য পঞ্জিকা অনুযায়ী বারবেলা দুপুর ২.৪৩ গতে ৪.১৭ মধ্যে৷ অমৃতযোগ সকাল ৭.০ মধ্যে ও ফের সকাল ১০.২১ গতে ১২.৫১ মধ্যে৷
advertisement
8/8
অন্য পঞ্জিকা অনুযায়ী বারবেলা ফের রাত্রি ৬.৩৭ গতে ৮.৫৫ মধ্যে৷ ফের বারবেলা পড়েছে ১১.১৩ গতে ২.১৬-র মধ্যে৷ ( ছবি: সোশ্যাল মিডিয়া)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Kaushiki Amavasya 2024 Timing & Muhurt: কৌশিকী অমাবস্যা আজ পঞ্জিকামতে কত ক্ষণ? জানুন দিনভর মাহেন্দ্রযোগ, অমৃতযোগ ও বারবেলার সময়
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল