Kaushiki Amavasya Tarapith Bhog: কৌশিকী অমাবস্যায় তারাপীঠে দিনভর অন্নভোগ ও শীতলভোগে কী কী থাকে? জানুন
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Kaushiki Amavasya Tarapith Bhog: শাক্তধারা ও তন্ত্রমতে এই অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুজো উপাচারের মধ্যে অন্যতম হল ভোগপ্রসাদ
advertisement
1/8

আজ, বৃহস্পতিবার কৌশিকী অমাবস্যার পুণ্যতিথি মহা সমারোহে পালিত হচ্ছে তারাপীঠে। (প্রতিবেদন: সৌভিক রায়)
advertisement
2/8
শাক্তধারা ও তন্ত্রমতে এই অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুজো উপাচারের মধ্যে অন্যতম হল ভোগপ্রসাদ।
advertisement
3/8
পুণ্যতিথির দুপুরে বিশেষ অন্নভোগ নিবেদন করা হবে তারা মাকে। এদিন, চারভাগে দেবীকে ভোগ দেওয়া হয়। সকাল,দুপুর,সন্ধ্যা এবং রাত্রে।
advertisement
4/8
চার দফার ভোগের মধ্যে দুপুরে দেওয়া হয় অন্নভোগ। ফ্রায়েড রাইস, সাদাভাত,বাসন্তী পোলাও, ১১ রকম ভাজা দেওয়া হয়, পোড়া শোল, ইলিশ-সহ পাঁচ রকম মাছ, চাটনি,পায়েস এবং অন্যান্য উপাচার।
advertisement
5/8
বৃহস্পতিবার সন্ধ্যায় হবে মায়ের বিশেষ সন্ধ্যারতি এবং তার সঙ্গে মা তারাকে নিবেদন করা হবে বিশেষ শীতল ভোগ। শীতল ভোগে থাকবে লুচি, সুজি, বিভিন্ন রকমের ফল, পাঁচ রকম মিষ্টি ও ক্ষীর-সহ অন্যান্য উপাদান।
advertisement
6/8
রাতে আমিষ ভোগে নিবেদন করা হয় খিচুড়ি, মাছ, মাংস এবং আরও অন্যান্য উপাচার।
advertisement
7/8
এদিন আরতির পর মা তারাকে রাজরাজেশ্বরী বেশে সাজিয়ে পূজিত করা হবে রাতভর।
advertisement
8/8
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Kaushiki Amavasya Tarapith Bhog: কৌশিকী অমাবস্যায় তারাপীঠে দিনভর অন্নভোগ ও শীতলভোগে কী কী থাকে? জানুন