Weekend Trip: হোমস্টের জানালায় চায়ের কাপ হাতে কাঞ্চনজঙ্ঘার বুকে সূর্যোদয়! ঘুরে আসুন অচেনা পাহাড়ি এই গ্রামে
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
Weekend Trip: পাহাড়ি গ্রামের চারিদিকের পরিবেশ এতটাই শান্ত ও স্নিগ্ধ যে আপনার মন কেড়ে নেবে। যাঁরা ভিড় কোলাহল ছাড়িয়ে সবসময় অফবিটের জন্য মুখিয়ে থাকেন, তাঁদের জন্য সেরা ডেস্টিনেশন কাফেরগাঁও।
advertisement
1/6

*কালিম্পংয়ের জনপ্রিয় পর্যটন কেন্দ্র লোলেগাঁওয়ের খুব কাছেই রয়েছে কাফেরগাঁও। নির্জন, শান্ত পাহাড়ি জনপদ এই কাফেরগাঁও। ঘন জঙ্গল, পাখিদের কলরব এবং পাহাড়ি ফুল যাদের পছন্দ তাঁরা ঘুরে যেতে পারেন কাফেরগাঁও।
advertisement
2/6
*কাফেরগাঁওতে একটি ফুল পাওয়া যায় যার লেপচা নাম ‘কাফের’। এখান থেকেই গ্রামের নাম হয়ে যায় কাফেরগাঁও। লোলেগাঁও থেকে ৫ কিলোমিটার দূরত্বে অবস্থিত কাফেরগাঁও। কালিম্পং থেকে কাফেরগাঁওয়ের দূরত্ব মাত্র ৪৫ কিলোমিটার।
advertisement
3/6
*আকাশ পরিষ্কার থাকলে এই পাহাড়ি গ্রাম থেকে শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘার দেখা মেলে। চারিদিক সবুজে মোড়া এবং পাহাড়ি পাখিদের ব্যস্ততার মাঝে দুটো দিন কাটাতে চাইলে কাফেরগাঁও সেরা ঠিকানা।
advertisement
4/6
*কাফেরগাঁওতে মূলত বাস লেপচাদের। তবে এই পাহাড়ি জনপদে স্থানীয় ঘর-বাড়িও হাতেগোনা। হোমস্টের জানালায় কফি খেতে খেতেই দেখতে পাবেন স্লিপিং বুদ্ধার কোলে সূর্যোদয়।
advertisement
5/6
*পাহাড়ের কোলে রোডট্রিপ করতে পছন্দ করেন তাঁরা কাফেরগাঁও থেকে লাভা, লোলেগাঁও, চারখোল ঘুরে আসতে পারেন অনায়াসেই। কোলাখাম, পাবং, রিশপের মতো জনপ্রিয় পাহাড়ি জনপদগুলোও কাফেরগাঁও থেকে ঘুরে নিতে পারবেন।
advertisement
6/6
*ট্রেন বা বাসে চেপে পৌঁছে যান নিউ জলপাইগুড়ি। এখান থেকে কাফেরগাঁওয়ের দূরত্ব ১২৫ কিলোমিটার। নিউ জলপাইগুড়ি থেকে গাড়ি করে কাফেরগাঁও পৌঁছতে সময় লাগবে ৪-৫ ঘণ্টা। এখানে থাকার জন্যও সেরা হোমস্টে কাফের হোমস্টে। ফোন: 9832311505।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Weekend Trip: হোমস্টের জানালায় চায়ের কাপ হাতে কাঞ্চনজঙ্ঘার বুকে সূর্যোদয়! ঘুরে আসুন অচেনা পাহাড়ি এই গ্রামে