Kanchenjunga View Room: হোমস্টের বারান্দা থেকে পাহাড় দেখা! উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘাও! ঘুরে আসুন হাতের নাগালে স্বৈর্গীয় এই জায়গায়
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Sujoy Ghosh
Last Updated:
দার্জিলিংয়ের ভিড় ছেড়ে দার্জিলিং শহর থেকে কিছুটা দূরে চারিদিকে সবুজ প্রকৃতির মাঝে এই গ্রাম বর্তমানে পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে।
advertisement
1/6

পাহাড় প্রেমী মানুষদের কাছে পাহাড় এক অন্যরকম ভালবাসা এবং আবেগের জায়গা। সেই অর্থেই একটু ফাঁকা সময় পেলেই পাহাড় প্রেমীরা ছুটে চলে আসে পাহাড়ে। দুর্গা পূজার ছুটি হোক বা গরমের ছুটি পর্যটকদের ভিড়ে হামেশাই জমজমাট থাকে পাহাড়। বিভিন্ন সময়ে বিভিন্নভাবে পাহাড়কে উপভোগ করতে মরিয়া হয়ে থাকে পর্যটকেরা। সেই অর্থেই পাহাড়ের বুকে নতুন কোন জায়গার খোঁজ পেলে খুশির যেন আর সীমা থাকে না। (সুজয় ঘোষ)
advertisement
2/6
দার্জিলিং তো অনেক গিয়েছেন এবার দার্জিলিং শহরের ভিড় ছেড়ে শহর থেকে একদম কাছে দার্জিলিং এর বুকে শান্ত নিরিবিলি পরিবেশে এই জায়গা পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে । দূর দূরান্ত থেকে ছুটির দিন হোক বা উইকেন্ডে পর্যটকদের ভিড় বাড়ছে পাহাড়ি এই গ্রামে।
advertisement
3/6
চারিদিকে পাহাড়ে ঘেরা সবুজ প্রকৃতির মাঝে এই গ্রাম। স্বল্প জনবসতি দিয়ে গড়ে ওঠা এই গ্রামে বর্তমানে রাত্রিযাপনের জন্য তৈরি হয়েছে বেশ কিছু হোমস্টে। চারিদিকে সবুজে ঘেরায় পাহাড়ি গ্রামের মাঝ দিয়ে নিজের গতিতে বয়ে চলেছে পাহাড়ি ঝর্ণা।
advertisement
4/6
এই জায়গার প্রসঙ্গে গ্রামের এক মহিলা বলেন একটু শান্তির খোঁজে এই গ্রামে ছুটে আসে পর্যটকেরা। চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই গ্রাম থেকেই কিছুটা দূরে রয়েছে কাঞ্চনজঙ্ঘা দর্শনের এক অসাধারণ সুন্দর জায়গা শুধু কাঞ্চনজঙ্ঘায় নয় দেখা মিলবে সিকিমের নামচি থেকে শুরু করে বিভিন্ন পাহাড়ের।
advertisement
5/6
পাহাড় মানে পর্যটকদের কাছে এক আবেগের জায়গা সেই অর্থে পাহাড়ের বুকে এমন অজানা জায়গার খোঁজ পেলে মন যেন আনন্দে আত্মহারা হয়ে ওঠে। এখানে আসলেই মনের সাথে প্রকৃতির যেন এক অপরূপ মেলবন্ধন ঘটে যেখানে চারিদিকে প্রকৃতির সবুজ ছোঁয়ায় আপনার মন মুগ্ধ হয়ে উঠবে।
advertisement
6/6
পুজোর ছুটিতে আপনিও যদি দার্জিলিং যাবার প্ল্যান করে থাকেন তাহলে অবশ্যই ঘুরে যান দার্জিলিংয়ের বুকে তিন চুলে থেকে। চারিদিকে পাহাড় জঙ্গলে ঘেরা এই গ্রামে আসলেই দুচোখ ভরে প্রকৃতিকে উপভোগ করতে করতে তার মাঝেই হারিয়ে যাবেন আপনি।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Kanchenjunga View Room: হোমস্টের বারান্দা থেকে পাহাড় দেখা! উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘাও! ঘুরে আসুন হাতের নাগালে স্বৈর্গীয় এই জায়গায়