TRENDING:

Kalimpong Tourism: কালিম্পং পাহাড়ে স্বপ্নের মতো সুন্দর গ্রাম! ৩৬০ ডিগ্রি কাঞ্চনজঙ্ঘা ভিউ, পুজোয় ঘুরে আসুন চুইখিম

Last Updated:
Kalimpong Tourism: চুইখিম এলে সন্ন্যাসীদাড়ায় দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘা না দেখলেই নয়। আকাশছোঁয়া তুষারাবৃত শৃঙ্গ যেন হাত বাড়ালেই ছোঁয়া যায়। এই দৃশ্য শুধু চোখে নয়, মনে গেঁথে থাকবে আজীবন। 
advertisement
1/5
কালিম্পং পাহাড়ে স্বপ্নের মতো সুন্দর গ্রাম! ৩৬০ ডিগ্রি কাঞ্চনজঙ্ঘা ভিউ, পুজোয় ঘুরে আসুন
*পুজোর মরশুমে অফবিট গন্তব্যের খোঁজ করছেন? উত্তরবঙ্গের এই জায়গায় হতে পারে আপনার জন্য পারফেক্ট ডেস্টিনেশন। মেঘের গ্রাম চুইখিম! কালিম্পংয়ের সবুজ পাহাড়ি বুকের ওপর ছোট্ট এই গ্রাম যেন মেঘেদের ঠিকানা। সকালবেলায় মেঘ এসে ঘর-দরজা ঢেকে দেয় স্নেহের পরশে। কর্মব্যস্ত শহুরে জীবনের বাইরে এ এক অন্য পৃথিবী। এখানে পৌঁছলেই মন ভরে যায় স্বর্গীয় শান্তিতে।
advertisement
2/5
*চুইখিমে ভোরের আলোয় আকাশ যখন সোনালি রঙে রঙিন হয়, মনে হয় নতুন দিনের জন্ম। বিকেলের শেষে পাহাড়ি আকাশ রঙ পাল্টায় লাল থেকে কমলা। এ দৃশ্য যেন চোখের সামনে ছবি হয়ে থাকে সারাজীবন। প্রকৃতির এই নাটকীয় রূপে হারিয়ে যায় সকল ক্লান্তি।
advertisement
3/5
*অ্যাডভেঞ্চারপ্রেমীদের জন্য চুইখিম এক আদর্শ জায়গা। পাহাড়ি পথ ধরে হাইকিং বা ছোটখাটো ট্রেকিংয়ে মিলবে অফুরান আনন্দ। চারপাশে পাখির ডাক, প্রজাপতির ওড়াউড়ি, ঝরনার কলকল-সবই একসঙ্গে সঙ্গী হয়ে যায়। প্রকৃতির সঙ্গে একাত্ম হওয়ার এই মুহূর্ত অমূল্য।
advertisement
4/5
*চুইখিম যাওয়ার পথে সঙ্গী হয়ে ওঠে লিস নদী। তার স্বচ্ছ জল আর চারপাশের সবুজ প্রকৃতি ভ্রমণকারীর মন ভরিয়ে তোলে। নতুন আকর্ষণ লুপব্রিজ এখন পর্যটকদের থমকে দাঁড়াতে বাধ্য করছে। নদীর গর্জন আর ব্রিজের দোল মিলিয়ে গড়ে তোলে রোমাঞ্চকর অভিজ্ঞতা।
advertisement
5/5
*চুইখিমে এলে সন্ন্যাসীদাড়ায় দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘা না দেখলেই নয়। আকাশ ছোঁয়া তুষারাবৃত শৃঙ্গ যেন হাত বাড়ালেই ছোঁয়া যায়। এই দৃশ্য শুধু চোখে নয়, মনে গেঁথে থাকে আজীবন। এখানকার ভ্রমণ শেষে বোঝা যায়, শান্তিই আসল সম্পদ!
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Kalimpong Tourism: কালিম্পং পাহাড়ে স্বপ্নের মতো সুন্দর গ্রাম! ৩৬০ ডিগ্রি কাঞ্চনজঙ্ঘা ভিউ, পুজোয় ঘুরে আসুন চুইখিম
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল