TRENDING:

Diwali 2023: কালীপুজো-দীপাবলি-ছটপুজো, নভেম্বর জুড়ে উৎসব আর উৎসব, রইল লম্বা ছুটির তালিকা

Last Updated:
Diwali 2023: নভেম্বর বছরের অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। বছরের এই একাদশ মাসে বড় বড় উৎসব-অনুষ্ঠান উদযাপিত হয়। নভেম্বরে দীপাবলি থেকে শুরু করে ছটপুজো রয়েছে।
advertisement
1/8
কালীপুজো-দীপাবলি-ছটপুজো, নভেম্বর জুড়ে উৎসব আর উৎসব, রইল লম্বা ছুটির তালিকা
*অক্টোবর মাস প্রায় শেষ। শুরু হচ্ছে নভেম্বর মাস। এই মাস জুড়েও রয়েছে একের পর এক উৎসব। তবে অনেকেই বুঝতে পারছেন না যে, নভেম্বর মাসে কোন দিনে কী উৎসব রয়েছে! আজ সেটাই জেনে নেওয়া যাক। ফাইল ছবি। 
advertisement
2/8
*সনাতন ধর্ম অনুযায়ী, নভেম্বর মাস বছরের অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। বছরের এই একাদশ মাসেও বড় বড় উৎসব-অনুষ্ঠান এবং উপবাস ব্রত উদযাপিত হয়। ফাইল ছবি। 
advertisement
3/8
*নভেম্বর মাসে দীপাবলি থেকে শুরু করে ছটপুজো রয়েছে।জ্যোতিষ গণনা অনুযায়ী, এই মাসে বেশ কিছু গ্রহের গতিবিধিও পরিবর্তন হবে। নভেম্বরেই পড়েছে করবা চৌথ। ফাইল ছবি। 
advertisement
4/8
*বিবাহিত মহিলারা স্বামীর দীর্ঘায়ু প্রার্থনা করে উপবাস পালন করবেন। এ দিকে নভেম্বর মাসেই আবার মহাসাড়ম্বরে দীপাবলি পালিত হবে। এর পরেই রয়েছে ভাই-বোনের উৎসব-ভাইফোঁটা। ফাইল ছবি। 
advertisement
5/8
*অযোধ্যার জ্যোতিষী পণ্ডিত কল্কি রাম জানিয়েছেন যে, সনাতন ধর্মে বিশ্বাসী মানুষদের জন্য নভেম্বর মাস গুরুত্বপূর্ণ হতে চলেছে। ওই মাসে করবা চৌথ, ধনতেরস, দীপাবলি, মাসিক শিবরাত্রি, লক্ষ্মীপুজো, ছটপুজো এবং কার্তিক পূর্ণিমা উদযাপিত হবে। যার গুরুত্ব অপরিসীম। ফাইল ছবি। 
advertisement
6/8
*১ নভেম্বর, বুধবার: সঙ্কষ্টী চতুর্থী। ১ নভেম্বর, বুধবার: করবা চৌথ। ৫ নভেম্বর, রবিবার: অহোই অষ্টমী। ৯ নভেম্বর, বৃহস্পতিবার: গোবৎস দ্বাদশী। ৯ নভেম্বর, বৃহস্পতিবার: রমা একাদশী। ফাইল ছবি। 
advertisement
7/8
*১০ নভেম্বর, শুক্রবার: ধনতেরস। ১১ নভেম্বর, শনিবার: কালী চৌদস। ১১ নভেম্বর, শনিবার: মাসিক শিবরাত্রি। ১২ নভেম্বর, রবিবার: দীপাবলি/ লক্ষ্মী পুজো/ নরক চতুর্দশী। ১৪ নভেম্বর, মঙ্গলবার: গোবর্ধন পুজো। ফাইল ছবি। 
advertisement
8/8
*১৭ নভেম্বর, শুক্রবার: বৃশ্চিক সংক্রান্তি। ১৯ নভেম্বর, রবিবার: ছট পুজো। ২২ নভেম্বর, বুধবার: কংস বধ। ২৩ নভেম্বর, বৃহস্পতিবার: দেবোত্থান একাদশী। ২৪ নভেম্বর, শুক্রবার: তুলসী বিবাহ। ২৭ নভেম্বর, সোমবার: কার্তিক পূর্ণিমা। ফাইল ছবি।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Diwali 2023: কালীপুজো-দীপাবলি-ছটপুজো, নভেম্বর জুড়ে উৎসব আর উৎসব, রইল লম্বা ছুটির তালিকা
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল