TRENDING:

Jhargram News: জঙ্গলমহলের শাল জঙ্গলের মাঝেই মিলবে লাল কুরকুটের স্বাদ 

Last Updated:
কুরকুটে থাকে ভিটামিন সি যা সর্দি-কাশি সারায়
advertisement
1/7
জঙ্গলমহলের শাল জঙ্গলের মাঝেই মিলবে লাল কুরকুটের স্বাদ
কমলা কিংবা তামাটে বর্ণের অত্যন্ত ক্ষিপ্র প্রজাতির এক পিঁপড়ে, জঙ্গলমহলে এর নাম কুরকুট। এই পিঁপড়ের ডিমের ব্যাপক চাহিদা। জঙ্গলমহলের বেলপাহাড়ি, আমলাশোল, কাঁকড়াঝোড়-সহ নানা জায়গায় এই কুরকুটের সন্ধান পাওয়া যায়।
advertisement
2/7
কুরকুটের স্বাদ টক তাই মূলত চাটনি হিসাবেই বেশি জনপ্রিয়। সর্ষের তেল আর কাঁচালঙ্কা ভাল করে মাখিয়ে, বেটে এর স্বাদ দ্বিগুণ বাড়ান হয়।
advertisement
3/7
বিশেষ পদ্ধতিতে তৈরি হওয়া কুরকুটের সুপ, কুরকুটের ঝোল-সহ কুরকুটের আরও নানা সুস্বাদু পদ রান্না করা যায়। তবে চাটনিটাই সেরা। (ছবি ও তথ্য - তন্ময় নন্দী)
advertisement
4/7
কুরকুটের চাটনি সবচেয়ে জনপ্রিয় পদ। সর্ষের তেল ও কাঁচালঙ্কা দিয়ে কুরকুট বেটে তৈরি করা হয়(ছবি ও তথ্য - তন্ময় নন্দী)
advertisement
5/7
কুরকুটের সঙ্গে কুচো মাছ কষা, কুরকুট বেটে কুচো মাছ, বেলপাহাড়ি ঘুরতে এসে ইচ্ছে করছে কুরকুটের স্বাদ নিতে। কুরকুটের নানান পদ পাবেন বেলপাহাড়ির ইন্দিরা স্ট্যাচু সংলগ্ন কাঁচা লঙ্কা রেস্তরাঁয়।(ছবি ও তথ্য - তন্ময় নন্দী)
advertisement
6/7
শালপাতা পোড়া চিকেনের অসম্ভব সুন্দর স্বাদ। এর সঙ্গে একটু কুরকুটের চাটনি দিয়ে খেলে স্বাদ আজীবন মুখে লেগে থাকবে। (ছবি ও তথ্য - তন্ময় নন্দী)
advertisement
7/7
কুরকুট ও ডিমের ওমলেট দিয়ে বানান একটি পদ। পাওয়া যাবে বেলপাহাড়িতে। (ছবি ও তথ্য - তন্ময় নন্দী)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Jhargram News: জঙ্গলমহলের শাল জঙ্গলের মাঝেই মিলবে লাল কুরকুটের স্বাদ 
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল