ঝালমুড়ি তো খান...! ইংরেজি অর্থ জানেন? বলতে গিয়ে ঘেমে-নেয়ে হিমশিম অধিকাংশই! এবার পালা আপনার!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Jhalmuri English Meaning: ঝালমুড়ির ইংরেজি প্রতিশব্দ এক চান্সে বলতে পারবেন এমন মানুষ নেই বললেনই চলে ৷ অনেকে মাথা চুলকে, হোঁচট খেয়েও বলতে পারবেন না ৷ শুধুই ভাবতেই থাকবেন ৷ একনজরে দেখে নেওয়া যাক আসলে ঝালমুড়ির ইংরেজি ঠিক কী হতে পারে ৷
advertisement
1/11

ঝালমুড়ি। বিকেল হলেই মন ছুক ছুক করে এই খাবারটির জন্য? এমন একটি মুখরোচক অথচ হালকা খাবার যা রাস্তা-ঘাট থেকে বাড়ি সর্বত্রই পাওয়া যায় সহজেই। যদিও রাস্তায় ঝালমুড়ি খেতেই বেশি পছন্দ করেন অধিকাংশ মানুষ। প্রতীকী ছবি ৷
advertisement
2/11
শুধু এই বাংলা নয়, ওপার বাংলা বা দেশের পূর্ব ও উত্তর-পূর্বের রাজ্যগুলির মধ্যে ওড়িশা, ত্রিপুরা ও অসমের কিছুটা এলাকা জুড়ে ঝালমুড়ির জনপ্রিয়তা চরম ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/11
ঝালমুড়ি মাখা পছন্দ করেন না এমন মানুষ অত্যন্ত কম বাংলাদেশ বা ওপার বাংলাতেও৷ সকাল হোক বা সন্ধেবেলা এই একটি খাবারে না বলেন না প্রায় কেউই। প্রতীকী ছবি।
advertisement
4/11
ঝালমুড়ি কমবেশি প্রতিটি বাঙালির কাছেই অত্যন্ত প্রিয় একটি মুখরোচক খাবার। ভালোবাসেন আট থেকে আশি প্রায় সকলেই। প্রতীকী ছবি ৷
advertisement
5/11
ঝালমুড়ি প্রস্তুত করতে ব্যবহার করা হয় মুড়ি, চানাচুর, ধনেপাতা, কাঁচালঙ্কা, কাঁচা ছোলা ভোজানো ও সেদ্ধছোলা, বাদামভাজা, বেশ কয়েক ধরনের মশলা, সরষের তেল, নারকেল কুচি, পেঁয়াজ কুচি ইত্যাদি। তারপরে সব সামগ্রী একসঙ্গে মিশিয়ে যত্ন সহকারে প্রস্তুত করা হয় ঝালমুড়ি।
advertisement
6/11
ঘরে ঘরে বা পাড়ায় পাড়ায় বাঙালি আড্ডায় ঝালমুড়ির আলাদাই জনপ্রিয়তা ৷ ভাল আড্ডা জমাতে এই খাবারটির জুড়ি মেলা ভার। প্রতীকী ছবি ৷
advertisement
7/11
পশ্চিমবঙ্গের রাস্তার খাবারের মধ্যে অত্যন্ত জনপ্রিয় খাবার হল ঝালমুড়ি। বাংলা ও বাঙালির জীবনে ঝালমুড়ির গ্রহণযোগ্যতা প্রশ্নাতীত ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/11
বহু মানুষ বিশেষত মহিলাদের কাছে অত্যন্ত প্রিয় ঝালমুড়ি ৷ কিন্তু অনেকেই ঝালমুড়ি পছন্দ করলেও বহু মানুষই জানেন না ঝালমুড়ির ইংরেজি কী? প্রশ্ন করলেই মাথা চুলকোবেন অনেকেই। প্রতীকী ছবি ৷
advertisement
9/11
ঝালমুড়ির ইংরেজি প্রতিশব্দ এক চান্সে বলতে পারবেন এমন মানুষ নেই বললেনই চলে ৷
advertisement
10/11
ঝালমুড়ির তেমন কোনও অর্থ না থাকলেও ঝালমুড়িকে বলা হয় Spicy Puffed Rice ঝালমুড়ি বাংলায় অনেকেই মশলা মুড়ি বলে থাকেন ঝালমুড়িকে। প্রতীকী ছবি ৷
advertisement
11/11
আপনি জেনে গেলেন তো ঝালমুড়ির ইংরেজি অর্থ। এবার জিজ্ঞেস করে দেখুন তো বন্ধু বান্ধব ও পরিচিতদের। দেখুন তো ক'জন ঠিক উত্তর দিতে পারেন। প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
ঝালমুড়ি তো খান...! ইংরেজি অর্থ জানেন? বলতে গিয়ে ঘেমে-নেয়ে হিমশিম অধিকাংশই! এবার পালা আপনার!