ফুটছে না বেলফুল? সাবান জলেই হবে কাজ...ভুরভুর করবে গন্ধ! সাদা ফুলে ভরে উঠবে টবের গাছ
- Published by:Tias Banerjee
Last Updated:
বেলফুল গাছে ফুল আসে না? বর্ষায় ফাঁকা বাগান? ফাঁকা বারান্দা? সুগ্নধি ফুল ফোটার আশায় দিন গুনছেন? করুণ এই ছোট্ট কাজ! ফুলের গন্ধে ভুরভুর করবে বাগান, বারান্দা! টবেই হবে বেলগাছ।
advertisement
1/7

বর্ষার ঘ্রাণে ভুরভুর করবে বেলফুলের মিঠে সৌরভ! বাগান, অথবা বারান্দায়--- কে না চায়৷ কিন্তু, অনেক সময় দেখা যায় বর্ষার জল পেয়ে গাছ তরতরিয়ে বাড়লেও কিছুতেই আসতে চায় না ফুল৷ এমন ক্ষেত্রে কিন্তু, খুব সামান্য কিছু টিপস মেনে চললেই ফুলে ফুলে ভরে উঠবে গাছ৷
advertisement
2/7
সাদা, ছোট্ট বেলফুলের সৌরভ ছড়িয়ে পড়ে চারপাশে। টবেই বড় করা যায় এই গাছ, আর যত্নও তেমন কঠিন নয়। তবে বর্ষাকালে ফুলের সংখ্যা বাড়াতে আর গাছ সুস্থ রাখতে কিছু বাড়তি যত্ন নেওয়া জরুরি—বিশেষত এই স্যাঁতসেঁতে মরশুমে পোকা ও রোগের ঝুঁকি বেশি থাকে। কী ভাবে যত্ন নেবেন গাছের? খুব সহজ!
advertisement
3/7
১. জল নিষ্কাশন: বর্ষায় টবের মাটিতে জল জমে গেলে গাছের গোড়া পচে যেতে পারে। তাই জল বেরোনোর পথ ঠিক রাখতে হবে, মাটি মাঝে মাঝে আলগা করে দিতে হবে, যাতে বৃষ্টির জল আটকে না থাকে।
advertisement
4/7
২. কাটছাঁট: বেশি ফুল পেতে ডালপালা সঠিকভাবে ছাঁটা দরকার। শুকিয়ে যাওয়া ফুলের ডাল, হলদে পাতা ও শুকনো কাণ্ড কেটে দিলে নতুন শাখা গজায় এবং গাছের বৃদ্ধি ভাল হয়।
advertisement
5/7
৩. পোকা নিয়ন্ত্রণ: বর্ষায় পোকামাকড়ের আক্রমণ এড়াতে নিম তেলের স্প্রে বা বাজারচলতি কীটনাশক ব্যবহার করা যেতে পারে। তরল সাবান জলে গুলে স্প্রে করলেও কার্যকর হবে, তবে অনুপাত ঠিক রাখতে হবে।
advertisement
6/7
৪. সার প্রয়োগ: মাসে একবার পচা পাতা, গোবর বা অন্য জৈব সার দেওয়া ভাল। সার দেওয়ার আগে গাছের গোড়া একটু খুঁড়ে দিতে হবে এবং আগাছা পরিষ্কার করতে হবে।
advertisement
7/7
৫. আলো: বেলগাছ সূর্যের আলো পছন্দ করে, তাই বর্ষার দিনেও সরাসরি আলো পাওয়ার ব্যবস্থা রাখতে হবে। সঠিক যত্নে বর্ষার মাঝেই আপনার বাগান ভরে উঠতে পারে সাদা বেলফুলের সৌরভে—যা পুজোর সময়ও মন ভরাবে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
ফুটছে না বেলফুল? সাবান জলেই হবে কাজ...ভুরভুর করবে গন্ধ! সাদা ফুলে ভরে উঠবে টবের গাছ