TRENDING:

Janmasthami Special : জন্মাষ্টমীর আগে স্বস্তি, গোপালকে অর্পণ করুন 'এই বিশেষ ভোগ', দাম এবার নাগালের মধ্য, ভাগ্যের চাকা ঘুরবে

Last Updated:
Happy Krishna Janmashtami 2024: কানাই'য়ের জন্মদিনের আগে খানিক স্বস্তি! গত বছর দামে ভয় ধরানো তাল এবার অনেকটা স্বাভাবিক
advertisement
1/6
জন্মাষ্টমীর আগে স্বস্তি, গোপালকে অর্পণ করুন 'এই বিশেষ ভোগ', ভাগ্যের চাকা ঘুরবে
জন্মষ্টমীতে তালের গুরুত্ব অপরিসীম৷ গোপালের জন্য তালের বড়া তৈরি করে তাঁকে অর্পণ করা হয়৷
advertisement
2/6
জন্মাষ্টমীর পুজোর তাল ছাড়া অসম্পূর্ণ। তাই 'কানাই'য়ের জন্মদিনের আগে বাজারে তালের চাহিদা ব্যাপক।
advertisement
3/6
চলতি বছরে শাকসবজি, ফল, এমনকি ফুলের দাম ব্যাপক। তাই বাজারে এবার তালের দাম ব্যাপক হওয়ার আশঙ্কা করছিলেন সকলে।
advertisement
4/6
কিন্তু সেই জায়গায় পাওয়া গিয়েছে খানিকটা স্বস্তি। বিগত বছরে যেভাবে তালের দাম আকাশ ছুঁয়েছিল, এবার তার তুলনায় তালের দাম অনেকটা কম রয়েছে বাজারে।
advertisement
5/6
গত বছর যেখানে তালের দাম ১২০ থেকে ১৫০ টাকা ছুঁয়েছিল, এখানে চলতি বছরে সেই দাম অনেকটা কম। ৪০ থাকা থেকে ৬০ টাকার মধ্যে বাজারে পাওয়া যাচ্ছে তাল।
advertisement
6/6
বিক্রেতা মুকুন্দ হাজরা বলছেন, গতবছর তাহলে জোগান অনেক কম ছিল যে কারণে চাহিদার সুযোগে বেড়ে গিয়েছিল দাম। তবে এবারে পর্যাপ্ত জোগান থাকায় দাম সাধ্যের মধ্যে রয়েছে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Janmasthami Special : জন্মাষ্টমীর আগে স্বস্তি, গোপালকে অর্পণ করুন 'এই বিশেষ ভোগ', দাম এবার নাগালের মধ্য, ভাগ্যের চাকা ঘুরবে
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল