Jagaddhatri Puja 2025: নিয়ম নিষ্ঠা মেনে ঐতিহ্য ও রীতিনীতি অনুযায়ী পূজিতা দেবী জগদ্ধাত্রী, দেখুন ছবি
- Published by:Arpita Roy Chowdhury
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
Jagaddhatri Puja 2025:প্রতিদিনই এখানে প্রসাদ বিতরণের ব্যবস্থা থাকে, আর আশ্রম প্রাঙ্গণের বাইরে বসে মেলা। যেখানে স্থানীয় মানুষ থেকে দূরদূরান্তের ভক্তরা ভিড় জমান।
advertisement
1/6

মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: চন্দননগর ও কৃষ্ণনগরের পাশাপাশি মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় চলছে জগদ্ধাত্রী পুজো। প্রতি বছরের মতো এবারও মহুরাকান্দি রামকৃষ্ণ আশ্রমে অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজো। যা এবার ২০তম বর্ষে পদার্পণ করেছে।
advertisement
2/6
বেলুর মঠের নিয়ম অনুসারে আয়োজিত এই পুজো চলে টানা পাঁচ দিন ধরে। যেখানে প্রতিটি আচার অনুষ্ঠান পালিত হয় রামকৃষ্ণ মঠের রীতি ও শৃঙ্খলা মেনেই।
advertisement
3/6
বুধবার ছিল এই পুজোর অন্যতম প্রধান আকর্ষণ মহাষ্টমীর পুজো। চতুর্ভুজা জগদ্ধাত্রী দেবীর পাশে থাকে দশভূজা আরেকটি প্রতিমা। আর তাদেরই সম্মুখে আজ রীতিমতো বেলুর মঠের প্রথা অনুযায়ী পুজিত হল দেবী দশভুজা ও মা জগদ্ধাত্রী। আশ্রমের পরিবেশে ছিল ভক্তিময় সুর, মন্ত্রোচ্চারণে মুখরিত হয়ে উঠেছিল গোটা এলাকা।
advertisement
4/6
একই সঙ্গে আজ অনুষ্ঠিত হয় রামকৃষ্ণ দেব, মা সারদা ও স্বামী বিবেকানন্দের প্রতি বিশেষ হোমযজ্ঞ ও আরতি। প্রতিদিনই এখানে প্রসাদ বিতরণের ব্যবস্থা থাকে, আর আশ্রম প্রাঙ্গণের বাইরে বসে মেলা। যেখানে স্থানীয় মানুষ থেকে দূরদূরান্তের ভক্তরা ভিড় জমান।
advertisement
5/6
ভক্তদের মুখে একটাই কথা “এই জগদ্ধাত্রী পুজো আমাদের গ্রামের প্রাণ।” মহুরাকান্দি গ্রামের মানুষ সারা বছর ধরে এই পুজোর অপেক্ষায় থাকেন, কারণ এই পুজো শুধু ধর্মীয় আয়োজন নয়। এটি গ্রামের এক ঐতিহ্য, এক মিলনমেলা।
advertisement
6/6
আশ্রম কর্তৃপক্ষ জানিয়েছেন, ভক্তি, শৃঙ্খলা ও আনন্দের আবহে মহুরাকান্দি রামকৃষ্ণ আশ্রমে সম্পন্ন হল এই বছরের জগদ্ধাত্রী পুজোর মহাষ্টমীর পুজো।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Jagaddhatri Puja 2025: নিয়ম নিষ্ঠা মেনে ঐতিহ্য ও রীতিনীতি অনুযায়ী পূজিতা দেবী জগদ্ধাত্রী, দেখুন ছবি