TRENDING:

Insulin Plant to control Diabetes: রোজ ২ পাতা! এভাবে খেলেই পালাবে ব্লাড সুগার! অযত্নের আগাছা ‘ইনসুলিন গাছ’-ই মুশকিল আসান

Last Updated:
Insulin Plant to control Diabetes: ইনসুলিন প্ল্যান্টের বিজ্ঞানসম্মত নাম ক্যামেকস্টাস কাসপিডেটাস৷ এই পাতার ওষধি গুণে ব্লাড প্রেশার বশে থাকে৷ চোখের উজ্জ্বলতা, হাড়ের স্বাস্থ্য বজায় রাখে৷ বাড়িতেও সহজেই বেড়ে ওঠে এই গাছ৷
advertisement
1/5
রোজ ২ পাতা! এভাবে খেলেই পালাবে ব্লাড সুগার! অযত্নের ‘ইনসুলিন গাছ’-ই মুশকিল আসান
ডায়াবেটিস রোগীর সংখ্যা এতটাই বাড়ছে ভারতে যে এই দেশকে বিশ্বে ডায়াবেটিসের রাজধানী বলা হয়৷ ওষুধের পাশাপাশি একাধির ভেষজ টোটকা প্রচলিত এই অসুখ নিয়ন্ত্রণে৷ সেগুলির মধ্যে অন্যতম ইনসুলিন প্ল্যান্ট৷
advertisement
2/5
এই গাছ থেকে সরাসরি ইনসুলিন পাওয়া যায় না৷ তবে গাছের পাতা চিবিয়ে খেলে শরীরে ইনসুলিন উৎপাদন বৃদ্ধি পায়৷ টাইপ টু ডায়াবেটিসে অত্যন্ত কার্যকর ইনসুলিন গাছের পাতা৷ বলছেন আয়ুর্বেদ চিকিৎসক সিদ্ধার্থ শুক্লা৷
advertisement
3/5
ক্রেপ আদ্রক, কেমুক, কুএ, কীঙ্কদ, কুমুল, পকরমূলা, পুষ্করমূলা-সহ একাধিক নামে পরিচিত৷ টক স্বাদের এই পাতা দু’টো পিষে নিতে হবে৷ এক গ্লাস জলে মিশিয়ে খেতে হবে সকাল সন্ধ্যা৷ নিয়মিত খেলে প্রশমিত হয় ডায়াবেটিস৷
advertisement
4/5
ইনসুলিন প্ল্যান্টের বিজ্ঞানসম্মত নাম ক্যামেকস্টাস কাসপিডেটাস৷ এই পাতার ওষধি গুণে ব্লাড প্রেশার বশে থাকে৷ চোখের উজ্জ্বলতা, হাড়ের স্বাস্থ্য বজায় রাখে৷ বাড়িতেও সহজেই বেড়ে ওঠে এই গাছ৷
advertisement
5/5
ইনসুলিন গাছের পাতায় আছে প্রোটিন, ফ্ল্যাভোনয়েড, অ্যান্টিঅক্সিসাইড, অ্যাসকরবিক অ্যাসিড, বিটা ক্যারোটিন৷ ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণের পাশাপাশি অন্যান্য শারীরিক সুস্থতাও বজায় থাকে৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Insulin Plant to control Diabetes: রোজ ২ পাতা! এভাবে খেলেই পালাবে ব্লাড সুগার! অযত্নের আগাছা ‘ইনসুলিন গাছ’-ই মুশকিল আসান
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল