Adar Poonawalla | Private Jets: ‘ভ্যাকসিন টাইকুন’ আদর পুনাওয়ালার বিলাসবহুল প্রাইভেট জেট দেখে চমকেই উঠতে হয় ! দেখুন ছবি
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
প্লেনটির ভিতরের অসাধারণ ইন্টিরিয়র এবং অন্যান্য সুযোগ-সুবিধাও আপনাকে তাক লাগিয়ে দেবে ৷
advertisement
1/5

Serum Institute of India (SII)-এর সিইও আদর পুনাওয়ালার বিলাসবহুল লাইফস্টাইল দেখলে যে কেউই চমকে উঠবেন ৷ এতদিন আদরকে যারা চিনতেন না ৷ কোভিড ভ্যাকসিন ‘কোভিশিল্ড’-এর সৌজন্যে তারাও সিরাম ইনস্টিটিউটের সিইও-কে চিনে গিয়েছেন ৷ কোভিশিল্ড প্রস্তুতকারক সংস্থার সিইও-র বিলাসবহুল জীবনযাত্রার কিছু ছবিই এই প্রতিবেদনে তুলে ধরা হল ৷ Photo: Twitter
advertisement
2/5
মুম্বইয়ে বিশাল অট্টালিকার পাশাপাশি আদর পুনাওয়ালার কাছে রয়েছে একটি বিলাসবহুল প্রাইভেট জেটও ৷ যার কিছু ছবি মাঝেমধ্যেই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় ৷
advertisement
3/5
এই প্রাইভেট জেটটি Global 6000 (VT-CDP) ১১,১১২ কিমি ওড়ার ক্ষমতা রাখে ৷ যাতে ডাবলিন, সিঙ্গাপুর, প্যারিস, টোকিও, বালির মতো আরও অনেক শহর পর্যন্ত সহজেই নন-স্টপ ফ্লাই এটি করতে পারে ৷ এতে বসতে পারেন মোট ১২ জন ৷ এবং ৪ জন ক্রু মেম্বার বা বিমানকর্মী ৷
advertisement
4/5
GQ report অনুযায়ী ভ্যাকসিন টাইকুন-এর Gulfstream 550 রয়েছে ৷ যা ১৩ ঘণ্টা পর্যন্ত নন-স্টপ উড়তে পারে ৷ সেইসঙ্গে প্লেনটির ভিতর অসাধারণ ইন্টিরিয়র এবং অন্যান্য সুযোগ-সুবিধাও আপনাকে তাক লাগিয়ে দেবে ৷
advertisement
5/5
পাশাপাশি একটি Airbus H145 হেলিকপ্টারও রয়েছে পুনাওয়ালার কাছে ৷ যাতে করে তিনি পুণে-মুম্বই যাতায়াত করে থাকেন ৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Adar Poonawalla | Private Jets: ‘ভ্যাকসিন টাইকুন’ আদর পুনাওয়ালার বিলাসবহুল প্রাইভেট জেট দেখে চমকেই উঠতে হয় ! দেখুন ছবি