TRENDING:

৮ কোটির মার্সিডিজ লিমুজিন ! দেখলে চোখ ফেরাতে পারবেন না

Last Updated:
advertisement
1/7
৮ কোটির মার্সিডিজ লিমুজিন ! দেখলে চোখ ফেরাতে পারবেন না
ইনকস অরমর্ড ভেহিকলস তাদের এসইউভি গাড়িকে আরও উন্নত করতে চলেছে ৷ তারা বাজারে আনছে অরমর্ড মার্সিডিজ বেনজ G63 AMG লিমুজিন ৷ (Image: Inkas Armoured Vehicles)
advertisement
2/7
মার্সিডিজ বেনজ G63 AMG তারকাদের মধ্যে দারুণ জনপ্রিয় ৷ এই বিশেষ গাড়ি ব্যবহার করেন সিলভস্টর স্ট্যালন, রণবীর কাপুর, জিমি শেরগিল ৷ G63 AMG জনপ্রিয়তার কারণ হিসেবে উঠে আসে গাড়িটির লুক , শক্তপক্ত চেহারা আর দারুণ পার্ফমেন্স ৷ (Image: Inkas Armoured Vehicles)
advertisement
3/7
গাড়ির ইন্টিরিয়ার অ্যালকানটারা ও দামি লেদার দিয়ে মুড়ে ফেলা হয়েছে ৷ এক বিশেষ মাধ্যমে সেলাই করা হয়েছে গাড়িতে ব্যবহার করা ফ্যাবরিক, যা একদিকে টেকসয়ী অন্যদিকে দেখতেও ভাল ৷ (Image: Inkas Armoured Vehicles)
advertisement
4/7
গাড়ির ভিতর থাকছে 4k অ্যাপেল টিভি, অ্যাপেল সিরি, অ্যাপেল হোমকিট ইন্টিগ্রেশন ৷ এছাড়াও 4K আল্ট্র্যা হাই ডেফিনিশন টিভি, বার ৷ (Image: Inkas Armoured Vehicles)
advertisement
5/7
সুরক্ষার দিক থেকে অনেকটাই উন্নত এই গাড়ি ৷ 7.62mm রাউন্ডস হাই পাওয়ার্ড রাইফেল বা DM51 হাই গ্রেনেডের দুটি বিস্ফোরণ থেকে বাঁচাবে এই গাড়ি ৷ (Image: Inkas Armoured Vehicles)
advertisement
6/7
আপনার আরামের কথা সম্পূর্ণ মাথায় রেখে তৈরি হয়েছে গাড়ির সিট যা আপনি পুরোপুরি সোজা করতে পারবেন ৷ এছাড়াও পাবেন ম্যাসাজের সুবিধা ৷ সঙ্গে কন্ট্রোল সেন্টার থেকে টিভি, লাইট, সিকিউরিটি নিয়ন্ত্রণ করা যাবে ৷ (Image: Inkas Armoured Vehicles)
advertisement
7/7
563 হর্সপাওয়ার, 5.5 লিটার V8 ক্ষমতাসম্পন্ন গাড়ির সব ফিচার অনবদ্য ৷ নিরাপত্তার কথাও মাথায় রাখা হয়েছে এই গাড়িতে ৷ শুধু বিস্ফোরণ বা দুর্ঘটনা নয়, গাড়িতে ইনফ্রারেড পেরিমিটার সার্ভেলেন্স ক্যামেরা যা সংগৃহীত ফুটেজ ক্লাউডের মাধ্যমে শেয়ার করতে পারবে ৷ (Image: Inkas Armoured Vehicles)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
৮ কোটির মার্সিডিজ লিমুজিন ! দেখলে চোখ ফেরাতে পারবেন না
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল