TRENDING:

'স্লিপার', 'এসি', 'ফার্স্ট ক্লাস'...! ওয়েটিং টিকিট নিয়ে ট্রেনে উঠলে কোথায় 'কত' টাকা জরিমানা?রেলের নিয়ম জানুন!

Last Updated:
Indian Railways Fine Rules: আপনি যদি আগামী কয়েকদিনে ট্রেনে ভ্রমণের পরিকল্পনা করেন এবং আপনার কাছে ওয়েটিং টিকিট থাকে, তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভারতীয় রেল সাম্প্রতিক সময়ে তার নিয়মে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে, যা সরাসরি সেই যাত্রীদের উপর প্রভাব ফেলবে যাঁরা নিশ্চিত ট্রেন টিকিট ছাড়াই ট্রেনে ভ্রমণ করেন।
advertisement
1/12
'স্লিপার', 'এসি', 'ফার্স্ট ক্লাস'..! ওয়েটিং টিকিট নিয়ে ট্রেনে উঠলে কোথায় 'কত' টাকা 'ফাইন'?
IRCTC Waiting Ticket Rules: ভারতীয় রেল দেশের অন্যতম প্রধান গণমাধ্যম। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এই পরিবহণ মাধ্যমে যাতায়াত করে থাকেন। প্রতিনিয়ত যাত্রী স্বচ্ছন্দ সুনিশ্চিত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে রেল। বর্তমানে যাত্রীদের সুবিধার্থে রেল কর্তৃপক্ষ বেশ কিছু নিয়ম কঠোর করছে যাতে সবাই আরও ভাল এবং নিরাপদ ভ্রমণের অভিজ্ঞতা পেতে পারে।
advertisement
2/12
যাঁরা কনফার্ম টিকিট কেটে ট্রেনে চড়ছেন তাঁদের যাতে কোনও অসুবিধে না হয় সে দিকে সবসময় লক্ষ থাকে রেল কর্তৃপক্ষের। আর সেই কারণেই নিশ্চিত টিকিট ছাড়া ট্রেনে উঠলে ব্যক্তির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত রেলের। Image: News18
advertisement
3/12
কিন্তু অনেক সময় তাড়াহুড়োয় ও সময়ে পৌঁছনোর তাগিদে টিকিট কনফার্ম না হতেই ট্রেনে চড়ে বসেন অনেকে। যদি আপনিও নিশ্চিত টিকিট ছাড়া ট্রেনে চড়ার কথা ভাবছেন, তাহলে আবার ভাবুন। কারণ এটি করলে কেবল ঝামেলাতেই পড়তে হতে পারে, তা না বরং আপনার পকেটের উপরও চাপের হতে পারে এই পদক্ষেপ। Image: News18
advertisement
4/12
ভারতীয় রেলের জন্য ওয়েটিং টিকিটের নিয়ম: প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ভারতীয় রেলপথে ভ্রমণ করেন। এমন পরিস্থিতিতে, অনেকেই ভাবেন যে যদি তারা নিশ্চিত টিকিট না পান, তাহলে তারা অপেক্ষার টিকিট নিয়ে ট্রেনে উঠতে পারেন। Image: News18
advertisement
5/12
আপনি যদি আগামী কয়েকদিনে ট্রেনে ভ্রমণের পরিকল্পনা করেন এবং আপনার কাছে ওয়েটিং টিকিট থাকে, তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভারতীয় রেল সাম্প্রতিক সময়ে তার নিয়মে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে, যা সরাসরি সেই যাত্রীদের উপর প্রভাব ফেলবে যাঁরা নিশ্চিত ট্রেন টিকিট ছাড়াই ট্রেনে ভ্রমণ করেন। Image: Collected
advertisement
6/12
প্রায়শই মানুষ মনে করেন যে অপেক্ষমাণ টিকিট বা ওয়েটিং টিকিট নিয়ে ট্রেনে ওঠা খুব একটা বড় ব্যাপার নয়। কিন্তু জেনে রাখা ভাল যে এবার থেকে তা করা আপনার পকেটের জন্য বেশ বড় ধাক্কা হতে পারে। Image: Collected
advertisement
7/12
বিশেষ করে যদি আপনি ওয়েটিং টিকিট নিয়ে এসি কোচে চড়েন, তাহলে জরিমানা এত বেশি হতে পারে যে আপনি শুনলে হতবাক হয়ে যাবেন। আসুন জেনে নিই রেলের নিয়ম ঠিক কী এবং কত জরিমানা করা হতে পারে...। Image: Collected
advertisement
8/12
ওয়েটিং টিকিটে ভ্রমণের ক্ষেত্রে কঠোরতা :আগে অনেকেই জানালা দিয়ে একটা ওয়েটিং টিকিট কেটে ট্রেনে উঠে পড়তেন, বিশেষ করে স্লিপার কোচে। এর ফলে টিকিট কনফার্ম হওয়া যাত্রীদের সমস্যা হয়ে পড়ে। যাত্রীদের সুবিধা এবং ভ্রমণ অভিজ্ঞতা উন্নত করার জন্য এখন রেল অপেক্ষমাণ টিকিট নিয়ে ভ্রমণের নিয়ম আরও কঠোর করেছে। Image: News18
advertisement
9/12
রেলের তরফে জানানো হয়েছে, ১ মে থেকে টিকিট নিশ্চিত না হলে সেই যাত্রী ট্রেনের স্লিপার বা এসি কামরায় সওয়ার হতে পারবেন না। এর পরেও যদি তা করেন, তা হলে সেই ব্যক্তিকে জরিমানা দিতে হবে। Image: News18
advertisement
10/12
স্লিপার কোচে ওয়েটিং টিকিট নিয়ে উঠলে কত জরিমানা ধার্য করা হতে পারে?যদি কোনও ব্যক্তি স্লিপার কোচে ওয়েটিং টিকিট নিয়ে ভ্রমণ করতে গিয়ে ধরা পড়েন, তাহলে তাঁকে ২৫০ টাকা জরিমানা করা হতে পারে। এছাড়াও তাঁর থেকে ভ্রমণের পুরো ভাড়া নেওয়া হবে এবং দূরত্বের উপর নির্ভর করে অতিরিক্ত চার্জও দিতে হতে পারে ওই ব্যক্তিকে।
advertisement
11/12
এসি কোচে ভ্রমণ করলে বেশি জরিমানা :থার্ড এসি বা সেকেন্ড এসি কোচে ওয়েটিং টিকিট নিয়ে ভ্রমণ করলে জরিমানা আরও বেশি হতে পারে। এই ক্ষেত্রে, আপনাকে ভ্রমণ ভাড়ার সঙ্গে আরও ৪৪০ টাকা দিতে হবে। এর পাশাপাশি, টিটিই-এর অধিকার আছে যাত্রীকে জেনারেল কোচে পাঠানোর অথবা পরবর্তী স্টেশনে ট্রেন থেকে নামিয়ে দেওয়ার। অন্যদিকে, প্রথম শ্রেণীতে বা ফার্স্ট ক্লাসে টিকিট ছাড়া ভ্রমণের জন্যও মোটা জরিমানা করা যেতে পারে আরও বড় অঙ্কের টাকা। Image : News18
advertisement
12/12
জরিমানা এড়াতে কী করবেন?যদি আপনি ট্রেনে ভ্রমণের পরিকল্পনা করেন, তাহলে নিশ্চিত করুন যে আপনার টিকিট নিশ্চিত। সংরক্ষিত কোচে অপেক্ষমাণ টিকিট নিয়ে ভ্রমণ করা নিয়মবিরুদ্ধ এবং এটি কেবল ভ্রমণে সমস্যা তৈরি করতে পারে না বরং আপনাকে মোটা জরিমানাও দিতে হতে পারে। AI Generated Representative Image
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
'স্লিপার', 'এসি', 'ফার্স্ট ক্লাস'...! ওয়েটিং টিকিট নিয়ে ট্রেনে উঠলে কোথায় 'কত' টাকা জরিমানা?রেলের নিয়ম জানুন!
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল