Importance of Eating Cake: শুধু জন্মদিন না, বাচ্চার রোজের টিফিনেও দিতে পারেন বহুগুণে সম্পন্ন ‘কেক’!
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Importance of Eating Cake: শুধু তাই নয়, বাচ্চাদেরও স্কুলের টিফিন হিসেবে প্রায়ই কেক দেন মায়েরা। কিন্তু এত কেক খাওয়া কি আদৌ ভাল? বিশেষজ্ঞরা বলছেন পরিমিত পরিমাণে কেক খেলে, তবে তা শরীরের উপকার করে।
advertisement
1/7

যেকোনো উৎসবে কেক চাই-ই-চাই। কেক যেন উৎসবের আনন্দকে আরেকটু বাড়িয়ে দেয়। নানা ধরনের কেক এখন পাওয়া যায়।
advertisement
2/7
শুধু তাই নয়, বাচ্চাদেরও স্কুলের টিফিন হিসেবে প্রায়ই কেক দেন মায়েরা। কিন্তু এত কেক খাওয়া কি আদৌ ভাল? বিশেষজ্ঞরা বলছেন পরিমিত পরিমাণে কেক খেলে, তবে তা শরীরের উপকার করে।
advertisement
3/7
১- শক্তির একটি বড় উৎস হল কেক। কারণ কেকে থাকে কার্বোহাইড্রেট। তাই, কেক খাওয়ার পরে শরীর সর্বোচ্চ পর্যায়ে কাজ করার ক্ষমতা পায়।
advertisement
4/7
২- কেক খেলে আমাদের শরীরে সেরোটোনিনের পরিমাণ বাড়ে। এই উপাদানটির পরিমাণ শরীরে বেড়ে গেলে মন ভাল থাকে। মানসিক অবসাদ দূর হয়। উদ্বেগ কমে।
advertisement
5/7
৩- অধিকাংশ কেকেই ডিম ব্যবহার করা হয়। আর ডিমের পুষ্টিগুণ প্রচুর। ডিম ভিটামিন বি এবং ভিটামিন ডি-তে ভরপুর। পাশাপাশি ডিমে ভাল ফ্যাটও থাকে। যা বাচ্চাদের জন্য ভাল।
advertisement
6/7
৪- কেকের আর একটি প্রধান উপকরণ দুধ ও চিজ। পাশাপাশি কিছু কিছু কেকে ব্যবহার করা হয় টক দইও। ভিটামিন ও খনিজ পদার্থে সমৃদ্ধ দুধ ও দুগ্ধজাত পদার্থ হাড় ভাল রাখতে সাহায্য করে। টক দই শরীরের উপকারী ব্যাক্টেরিয়ার পরিমাণ বাড়িয়ে হজমশক্তি বাড়ায়।
advertisement
7/7
৫- মস্তিষ্কের শক্তির উৎস চিনির প্রয়োজন যা কেক সরবরাহ করে। এটি খেলে বাচ্চাদের মানসিক কর্মক্ষমতা বাড়তে পারে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Importance of Eating Cake: শুধু জন্মদিন না, বাচ্চার রোজের টিফিনেও দিতে পারেন বহুগুণে সম্পন্ন ‘কেক’!