Rose Day: প্রেমিকার মন পাচ্ছেন না? রোজ ডে-তে এই রঙের গোলাপ দিন! জমে যাবে প্রেম
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
Rose Day: ভালোবাসার সপ্তাহে লাল গোলাপ ছাড়া অন্য গোলাপ দিচ্ছেন কি প্রেমিকাকে। তাহলে সমস্যা হতে পারে আপনার হবে লাভ লাইফে। সেজন্য গোলাপের রঙ বাছার ক্ষেত্রে সচেতন হতে হবে সকলকে
advertisement
1/6

ভালোবাসার সপ্তাহে লাল গোলাপ ছাড়া অন্য গোলাপ দিচ্ছেন কি প্রেমিকাকে। তাহলে সমস্যা হতে পারে আপনার হবে লাভ লাইফে। সেজন্য গোলাপের রঙ বাছার ক্ষেত্রে সচেতন হতে হবে সকলকে।
advertisement
2/6
কালো গোলাপ কখনই দেবেন না প্রেমিকাকে। এই গোলাপ শোকের বার্তা বহন করে। এই গোলাপে নষ্ট হতে পারে আপনার সম্পর্ক।
advertisement
3/6
আপনি কাউকে ভালোবাসেন। প্রকাশ করতে পারছেননা। তাহলে তাকে দিতে পারেন নীল গোলাপ। এই গোলাপ দিলে সম্পর্কের অনেক অজানা দিক খুলে যাবে।
advertisement
4/6
হলুদ গোলাপ কখনই দেবেন না প্রেমিকাকে। এই গোলাপ বন্ধুত্বের প্রতীক। সেজন্য এই গোলাপ দিলে আপনার প্রেমের সম্পর্ক পরিবর্তন হতে পারে।
advertisement
5/6
সাদা গোলাপ পবিত্রতা ও শান্তির প্রতীক। সম্পর্কের শুদ্ধতাকে বোঝায় এই গোলাপ। কাউকে মিস করলে দিতে পারেন এই গোলাপ।
advertisement
6/6
তবে সব কিছু ছেড়ে আপনি আপনার প্রেমিকাকে অবশ্যই দেবেন লাল গোলাপ। এই গোলাপ ভালোবাসার প্রতীক। সেজন্য গোলাপ দেওয়ার আগে সতর্ক হোন আপনি।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Rose Day: প্রেমিকার মন পাচ্ছেন না? রোজ ডে-তে এই রঙের গোলাপ দিন! জমে যাবে প্রেম