TRENDING:

English Term for Talshnas: কচি তালশাঁসে জুড়োচ্ছে প্রাণ? বলুন দেখি এই ফলের ইংরেজি নাম? জানে না প্রায় কেউই!

Last Updated:
English Term for Talshnas: জনপ্রিয় ফল তালশাঁসের ইংরেজি নাম কিন্তু একাধিক। ইংরেজিতে অনেক নামে ডাকা হয় এই ফলকে।
advertisement
1/8
কচি তালশাঁসে জুড়োচ্ছে প্রাণ! জানেন এই ফলের ইংরেজি নাম? বলতে পারে না প্রায় কেউ
গ্রীষ্মের দাহ থেকে বাঁচতে অন্যতম উপশম কচি তালশাঁস। তালের কচি শাঁসই আলাদাভাবে তালশাঁস ফল হিসেবে জনপ্রিয়।
advertisement
2/8
এই তালশাঁসই পরে ভাদ্রের গরমে পেকে পাকা তাল হয়ে ওঠে।
advertisement
3/8
গরমকালে ডাবের জবের মতোই উপকারী তালশাঁস। এতে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিড্যান্ট, ভিটামিন, ফাইবার এবং খনিজ উপাদান থাকে।
advertisement
4/8
তালশাঁসে থাকা জলীয় অংশ শরীরে জলশূন্যতা দূর করতে সাহায্য। তালশাঁসে রয়েছে ভিটামিন সি ও বি কমপ্লেক্স যা শরীরের জন্য বিশেষভাবে উপকারী। তালশাঁসে রয়েছে ভিটামিন এ, যা দৃষ্টিশক্তিকে প্রখর করতে সাহায্য করে।
advertisement
5/8
এহেন জনপ্রিয় ফল তালশাঁসের ইংরেজি নাম কিন্তু একাধিক। ইংরেজিতে অনেক নামে ডাকা হয় এই ফলকে।
advertisement
6/8
তালশাঁসের সর্বাধিক প্রচলিত ইংরেজি হল আইস অ্যাপল (ice apple) এবং ওয়াইন পাম (wine palm)।
advertisement
7/8
এছাড়াও ডাউব পাম (doub palm), পালমাইরা পাম (palmyra palm), ট্যালা পাম (tala palm) এবং টডি পাম (toddy palm) নামেও পরিচিত এই সুশীতল ফল।
advertisement
8/8
কচি তালের শাঁস লিভারের সমস্যা দূর করতে সাহায্য করে। আপনার যদি অ্যানিমিয়া বা রক্তাল্পতা থেকে থাকে, তাহলে তা দূর করতে কচি তালশাঁস অপরিহার্য বলে মনে করেন অনেকেই।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
English Term for Talshnas: কচি তালশাঁসে জুড়োচ্ছে প্রাণ? বলুন দেখি এই ফলের ইংরেজি নাম? জানে না প্রায় কেউই!
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল