English Term for Talshnas: কচি তালশাঁসে জুড়োচ্ছে প্রাণ? বলুন দেখি এই ফলের ইংরেজি নাম? জানে না প্রায় কেউই!
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
English Term for Talshnas: জনপ্রিয় ফল তালশাঁসের ইংরেজি নাম কিন্তু একাধিক। ইংরেজিতে অনেক নামে ডাকা হয় এই ফলকে।
advertisement
1/8

গ্রীষ্মের দাহ থেকে বাঁচতে অন্যতম উপশম কচি তালশাঁস। তালের কচি শাঁসই আলাদাভাবে তালশাঁস ফল হিসেবে জনপ্রিয়।
advertisement
2/8
এই তালশাঁসই পরে ভাদ্রের গরমে পেকে পাকা তাল হয়ে ওঠে।
advertisement
3/8
গরমকালে ডাবের জবের মতোই উপকারী তালশাঁস। এতে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিড্যান্ট, ভিটামিন, ফাইবার এবং খনিজ উপাদান থাকে।
advertisement
4/8
তালশাঁসে থাকা জলীয় অংশ শরীরে জলশূন্যতা দূর করতে সাহায্য। তালশাঁসে রয়েছে ভিটামিন সি ও বি কমপ্লেক্স যা শরীরের জন্য বিশেষভাবে উপকারী। তালশাঁসে রয়েছে ভিটামিন এ, যা দৃষ্টিশক্তিকে প্রখর করতে সাহায্য করে।
advertisement
5/8
এহেন জনপ্রিয় ফল তালশাঁসের ইংরেজি নাম কিন্তু একাধিক। ইংরেজিতে অনেক নামে ডাকা হয় এই ফলকে।
advertisement
6/8
তালশাঁসের সর্বাধিক প্রচলিত ইংরেজি হল আইস অ্যাপল (ice apple) এবং ওয়াইন পাম (wine palm)।
advertisement
7/8
এছাড়াও ডাউব পাম (doub palm), পালমাইরা পাম (palmyra palm), ট্যালা পাম (tala palm) এবং টডি পাম (toddy palm) নামেও পরিচিত এই সুশীতল ফল।
advertisement
8/8
কচি তালের শাঁস লিভারের সমস্যা দূর করতে সাহায্য করে। আপনার যদি অ্যানিমিয়া বা রক্তাল্পতা থেকে থাকে, তাহলে তা দূর করতে কচি তালশাঁস অপরিহার্য বলে মনে করেন অনেকেই।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
English Term for Talshnas: কচি তালশাঁসে জুড়োচ্ছে প্রাণ? বলুন দেখি এই ফলের ইংরেজি নাম? জানে না প্রায় কেউই!