advertisement
1/8

গাড়ি কিনবেন কিনবেন ভাবছেন , তাহলে এটাই হতে পারে আপনার ‘মওকা পে চওকা’ মারার সময় হতে পারে ৷ হুন্ডাই দিচ্ছে নানা রকমের ছাড় ৷ দেড় লক্ষ টাকা অবধি ছাড় পাওয়া যাচ্ছে এমনটাই জানিয়েছে কর্তৃপক্ষ ৷Photo- Collected
advertisement
2/8
ইয়ন গাড়িতে মিলছে ৫৫ হাজার টাকা অবধি ছাড় পাওয়া যাবে ৷ যদি কেউ নতুন গাড়ি কেনেন তাহলে ৪০ হাজার টাকা সরাসরি ছাড় পাবেন ৷ কিন্তু কেউ যদি পুরোন গাড়ি এক্সচেঞ্জ করেন তাহলে তিনি আরও ১৫ হাজার টাকা ছাড় বেশি পাবেন ৷৷Photo- Collected
advertisement
3/8
গ্র্যান্ড আই টেন কিনলে ছাড় মিলবে ৭০ হাজার টাকা ৷ এই ছড়াটা তিন ভাগে ভাগ করা আছে ৷ সরাসরি ছাড় রয়েছে ৫০ হাজার টাকা ৷ পুরোন গাড়ির এক্সচেঞ্জ করলে মিলবে ২০ হাজার টাকা ৷ তবে এই মাসের শেষের দিকে আই টেনের নতুন ভার্সন আসবে তখন ছাড়ের পরিমাণটা ১০ হাজার টাকা কমিয়ে দেওয়া হবে ৷Photo- Collected
advertisement
4/8
হুন্ডাই Xcent হচ্ছে সেডান মডেলের গাড়ি ৷ এই গাড়িতে ছাড়ের পরিমাণ ৮৫ হাজার টাকা ৷ এই গাড়ি কিনলে সরাসরি ছাড় ৪০ হাজার টাকা ৷ এক্সচেঞ্জ বোনাস ৪৫ হাজার টাকা ৷Photo- Collected
advertisement
5/8
হুন্ডাই Elite i20 & i20 Active গাড়িতে ৩০ হাজার টাকার ছাড় রয়েছে ৷ তবে এই ছাড় তখনই পাওয়া যাবে যখন গাড়ির পুরনো মডেল এক্সচেঞ্জ করা হবে ৷Photo- Collected
advertisement
6/8
Hyundai Verna গাড়িতে ছাড়ের পরিমাণ ৬০ হাজার টাকা ৷ ২০ হাজার টাকার একটা ছাড় পাওয়া যাবে এক বছর স্পেশাল সেলিব্রেশন অফারে ৷ যেটা থার্ড পার্টি ইনসিওরেন্সের এক বছরের সমান ৷ আর পুরনো গাড়ি ফিরিয়ে দিলে পাওয়া যাবে ২০ হাজার টাকা এক্সচেঞ্জ মূল্য ৷Photo- Collected
advertisement
7/8
Hyundai Elantra কিনলে বিপুল ছাড় ৷ পেট্রোল গাড়িতে ইনসিওরেন্স প্যাকেজ পাওয়া যাবে ৯৬ হাজার টাকার ৷ আর ডিজেল গাড়িতে ১ লক্ষ টাকা -র ইনসিওরেন্স পাওয়া যাবে ৷ আর পুরনো গাড়ি এক্সচেঞ্জ করলে আরও ৩০ হাজার টাকার ছাড় পাওয়া যাবে ৷Photo- Collected
advertisement
8/8
Hyundai Tucson গাড়িতে ছাড় অবিশ্বাস্য দেড় লক্ষ টাকা ৷ এটা একটা SUV গাড়ি ৷ এই গাড়ির থার্ড পার্টি ইনসিওরেন্স পেট্রোল মডেলের ক্ষেত্রে ১ লক্ষ ৬ হাজার টাকা এবং ডিজেল গাড়ির ক্ষেত্রে ১ লক্ষ ২০ হাজার টাকা ৷ এক্সচেঞ্জ বোনাস ৩০ হাজার টাকা ৷Photo- Collected