Blood Colour: জলের নীচে মানুষের রক্ত সবুজ হয়ে যায়, কেন জানেন? গবেষকদের উত্তরে থমকে যাবেন
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
Human Blood: সবাই জানি, মানুষের রক্তের রং লাল! কিন্তু জানেন কি, জলের নীচে মানুষের রক্তের রং সবুজ হয়ে যায়! কেন জানেন? Journal of Applied Spectroscopy-তে প্রকাশিত একটি প্রতিবেদন যা বলছে
advertisement
1/5

নানা চমকে ভরা এই পৃথিবী! এমন অনেক অদ্ভুত বিষয় রয়েছে, যা আমরা সাধারণ বুদ্ধি দিয়ে সহজে বুঝতে পারি না। সবাই জানি, মানুষের রক্তের রং লাল! কিন্তু জানেন কি, জলের নীচে মানুষের রক্তের রং সবুজ হয়ে যায়! কেন জানেন?
advertisement
2/5
জলে রক্ত সূর্যের সমস্ত তরঙ্গদৈর্ঘ্য শোষণ করে, যার মধ্যে লাল তরঙ্গদৈর্ঘ্যও রয়েছে, কিন্তু সবুজ রংটি শোষণ করতে পারে না। তাই জলের নীচে রক্ত লাল নয়, সবুজ রঙের দেখায়। সাধারণত এমনটা হয় জলের প্রায় ৩০ থেকে ৫০ ফুট গভীরে।
advertisement
3/5
Journal of Applied Spectroscopy-তে প্রকাশিত একটি প্রতিবেদনের মতে, রক্ত সবথেকে বেশি পরিমাণে লাল রং প্রতিফলিত করে বলেই রক্ত লাল রং-এর দেখায়। কিন্তু রক্ত কিছু পরিমাণে সবুজ রঙও প্রতিফলিত করে। এই বৈজ্ঞানিক ঘটনা বাস্তবে ঘটে যখন আমরা জলের গভীরে যাই।
advertisement
4/5
যত জলের গভীরে যাবেন, সূর্যের রশ্মি তত কমে যেতে থাকবে। ফলে লাল আলোও কমে যায়। যখন ডুবুরিরা জলের তলায় গিয়ে শরীরে আঘাত পান, তখন তাঁদের রক্ত সবুজ দেখায়।
advertisement
5/5
সম্প্রতি, প্রশ্ন-উত্তর ভিত্তিক প্ল্যাটফর্ম 'কোরা'য় এক নেটিজেন এই প্রশ্নটাই করেছিলেন। তিনি প্রশ্ন করেন, '' মানব রক্তের রং জলের কোন গভীরতায় গিয়ে সবুজ হয়ে যায়?” এই প্রশ্নে একঝাঁক উত্তর আসে। বিকাশ জোশি নামক এক নেটিজেন বলেন, '' প্রায় ৩০ থেকে ৫০ ফুট বা তারও বেশি জলের গভীরতায় মানুষের রক্ত লালের পরিবর্তে সবুজ রঙের দেখায়। আমরা রক্তের রং লাল দেখি কারণ রক্ত সূর্যের আলো থেকে আসা সব রঙের রশ্মি শোষণ করে নেয়, শুধু লাল রঙের রশ্মি শোষণ করতে পারে না এবং সেটি প্রতিফলিত হয়।''
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Blood Colour: জলের নীচে মানুষের রক্ত সবুজ হয়ে যায়, কেন জানেন? গবেষকদের উত্তরে থমকে যাবেন