TRENDING:

চুড়ি টাইট হয়ে গিয়েছে? পুরনো চুড়ি হাতে ঢুকছে না? কয়েক মিনিটেই পরে ফেলুন এই ভাবে! রইল ৫ 'ম্যাজিক' টিপস

Last Updated:
How to wear tight bangles: কিছু চটজলদি ট্রিক্স জানা থাকলেই হাতে গলিয়ে নেওয়া যায় চুড়ি। আজকের এই প্রতিবেদনে তেমনই কিছু টিপস দেওয়া হল যা জানা থাকলে সহজেই পরে নিতে পারবেন পছন্দের চুড়িটি।
advertisement
1/8
চুড়ি টাইট হয়ে গিয়েছে? পুরনো চুড়ি হাতে ঢুকছে না? কয়েক মিনিটেই পরে ফেলুন এই ভাবে!
অনেক সময় দেখা যায় হাতের গড়ন বদলে যেতেই পুরোনো চুড়ি আর ঢোকেই না মোটে হাতে। ফলে প্রিয় গয়না, মানানসই চুড়ি থাকলেও না পরেই কাটাতে হয়।
advertisement
2/8
এক্ষেত্রে কিন্তু অনেক সময় কিছু চটজলদি ট্রিক্স জানা থাকলেই হাতে গলিয়ে নেওয়া যায় চুড়ি। আজকের এই প্রতিবেদনে তেমনই কিছু টিপস দেওয়া হল যা জানা থাকলে সহজেই পরে নিতে পারবেন পছন্দের চুড়িটি।
advertisement
3/8
ময়েশ্চারাইজার বা তেলের সাহায্য নিন: অনেক সময় ওজন বাড়ার কারণে বা হাত শক্ত হওয়ার কারণে চুড়ি পরা খুব কঠিন হয়ে পড়ে। এক্ষেত্রে চুড়ি পরার আগে হাতে ময়েশ্চারাইজার বা নারকেল তেল লাগাতে পারেন। এতে চুড়িগুলো সহজেই পিছলে যাবে এবং কব্জিতে ঢুকে যাবে ঝটপট। (ছবি-ক্যানভা)
advertisement
4/8
সাবান ব্যবহার করুন: চুড়ি আঁটোসাঁটো হলে সাবানও ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে চুড়ি পরার আগে হাতে ভাল ভাবে সাবান লাগিয়ে নিন। এর পরে, আপনি চুড়ি পরার সাথে সাথে সাবানের মসৃণতার কারণে, চুড়ি তার সাথে সাথে কব্জিতে চলে যাবে। এর পরে, পরিষ্কার জল দিয়ে আপনার হাত ধুতে ভুলবেন না। (ছবি-ক্যানভা)
advertisement
5/8
অ্যালোভেরা জেলের সাহায্য নিন: সহজেই চুড়ি পরতে অ্যালোভেরা জেলের জুড়ি নেই কোনও। এজন্য প্রথমে হাতে ভাল করে জেল মাখিয়ে নিন। এর পর চুড়ি পরার চেষ্টা করুন। এটি দিয়ে আপনি সহজেই সেকেন্ডের মধ্যে চুড়ি ঢুকিয়ে নিতে সক্ষম হবেন। (ছবি-ক্যানভা)
advertisement
6/8
গ্লাভস পরুন: অনেক সময় চুড়িটি খুব টাইট হয়ে যায় এবং এটি পরার সময় থাম্ব হাড়ে আটকে যায়। এমন পরিস্থিতিতে, আপনি গ্লাভস পরে চুড়ি পরতে পারেন। এ জন্য প্রথমে গ্লাভস পরুন, তারপর হাতের চুড়িগুলিকে গোল গোল করে ঘোরানোর সময় হাতে রাখুন। এইভাবে চুড়িটি সহজেই বুড়ো আঙুলের হাড় অতিক্রম করে কব্জি পর্যন্ত পৌঁছে যাবে। (ছবি-ক্যানভা)
advertisement
7/8
পলিথিনের সাহায্য নিন: অনেক সময় ঘরে গ্লাভস থাকে না, এক্ষেত্রে সেই পলিথিনের সাহায্য নিতে পারেন। যার মধ্যে প্রায়ই আপনার বাড়িতে সবজি বা রেশন আসে। এ জন্য হাতে পলিথিন লাগিয়ে নিন এবং তার উপর কিছু তেল মাখুন। এর পরেই চুড়ি পরুন। এতে চুড়িটি সঙ্গে সঙ্গে কব্জিতে ঢুকে যাবে অথচ আপনি কোনও ব্যথা অনুভব করবেন না। (ছবি-ক্যানভা)
advertisement
8/8
এ জন্য হাতে পলিথিন লাগিয়ে নিন এবং তার উপর কিছু তেল মাখুন। এর পরেই চুড়ি পরুন। এতে চুড়িটি সঙ্গে সঙ্গে কব্জিতে ঢুকে যাবে অথচ আপনি কোনও ব্যথা অনুভব করবেন না। (ছবি-ক্যানভা)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
চুড়ি টাইট হয়ে গিয়েছে? পুরনো চুড়ি হাতে ঢুকছে না? কয়েক মিনিটেই পরে ফেলুন এই ভাবে! রইল ৫ 'ম্যাজিক' টিপস
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল