TRENDING:

Dark Circle: ডার্ক সার্কেলের সমস্যায় জেরবার? রান্নাঘরেই রয়েছে মুক্তির মোক্ষম উপায়, লাগালেই ম্যাজিক

Last Updated:
আমাদের প্রতিদিনের ঘুমে নিয়তই হানা দেয় মানসিক চাপ, অনিদ্রা। তা ছাড়াও আমাদের খাওয়া-দাওয়া, প্রাত্যাহিক রুটিন, বয়স সবকিছুর ছাপ জমে চোখে৷
advertisement
1/5
ডার্ক সার্কেলের সমস্যায় জেরবার? রান্নাঘরেই রয়েছে মুক্তির মোক্ষম উপায়
আমাদের প্রতিদিনের ঘুমে নিয়তই হানা দেয় মানসিক চাপ, অনিদ্রা। তা ছাড়াও আমাদের খাওয়া-দাওয়া, প্রাত্যাহিক রুটিন, বয়স সবকিছুর ছাপ জমে চোখে৷ যার ফলে স্বরূপ ডার্ক সার্কেলের সমস্যা৷ তবে বেশ কিছু ঘরোয়া সমাধানও রয়েছে৷
advertisement
2/5
কাঁচা আলু ডার্ক সার্কেলের জন্য খুবই উপযোগী৷ প্রথমে কাঁচা আলুর রস বের করে নিন৷ এর সঙ্গে কিছু লেবুর রস মিশিয়ে নিন৷ তারপর তুলো করে লাগিয়ে রাখুন৷
advertisement
3/5
ডার্ক সার্কেলের সমস্যা মেটাতে টি-ব্যাগেরও ব্যবহার করতে পারেন৷ প্রথমে গরম জলে কিছুক্ষণ রেখে দিন৷ তারপর ফ্রিজে রেখে ঠান্ডা হতে দিন৷ তারপর টিব্যাগ চোখে রেখে কিছুক্ষণ ঘুমিয়ে পড়ুন৷
advertisement
4/5
শশা ত্বককে এমনিতেই আর্দ্রতা প্রদান করে৷ আর্দ্রতার অভাবেই চোখের চামড়া কুচকে যায়৷ ফলে ডার্ক সার্কেলের সমস্যা দেখা যায়৷ শশা এই সমস্যা দূর করে৷ শশা কেটে চোখে ১০ থেকে ১৫ মিনিট চোখে রাখুন৷
advertisement
5/5
এই অয়েল ‘ভিটামিন ই’-তে সমৃদ্ধ৷ এই অয়েল চোখে লাগিয়ে রাতে শুয়ে যান৷ ধীরে ধীরে ডার্ক সার্কেল থেকে মুক্তি পেয়ে যাবেন৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Dark Circle: ডার্ক সার্কেলের সমস্যায় জেরবার? রান্নাঘরেই রয়েছে মুক্তির মোক্ষম উপায়, লাগালেই ম্যাজিক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল