TRENDING:

How to remove yellow stain: লাগবে না দামি ডিটারজেন্ট...১ মিনিটেই উঠবে হলুদের দাগ! এই সব ঘরোয়া টোটকায় হয় ম্যাজিকের মতো কাজ

Last Updated:
দাঁত ব্রাশ করার পাশাপাশি টুথপেস্টের বেশ কিছু আশ্চর্যজনক ব্যবহার রয়েছে৷ যার মধ্যে একটি হল পোশাকের দাগ দূর করা। আপনার পোশাক ভিজিয়ে নিন, তারপর দাগযুক্ত জায়গায় সাদা টুথপেস্ট পাতলা করে লাগিয়ে দিন৷ তারপর পুরনো টুথব্রাশ দিয়ে ধীরে ধীরে ঘষুন। ৩০ সেকেন্ড ঘষার পরে জামাটি ধুয়ে ফেলুন।
advertisement
1/8
১ মিনিটেই উঠবে হলুদের দাগ! লাগবে না ডিটারজেন্ট...এই সব ঘরোয়া টোটকায় হয় ম্যাজিক
আমাদের জামাকাপড়ে আখছাড়ই হলুদের দাগ লেগে যায়৷ বিশেষ করে বাচ্চাদের তো বটেই৷ কিন্তু, বেশির ভাগ ক্ষেত্রেই জামাকাপড় থেকে এই সমস্ত কড়া দাগ উঠতে চায় না৷ বাজারে আজকাল নানা ধরনের ডিটারজেন্ট বেরলেও, কখনও তা কাজ করে, কখনও নয়৷ আবার দামও হয় বেশি৷ উপরন্তু আলাদা করে কিনতে হয়৷ কিন্তু, জানেন কি, বাড়িতে থাকা সামান্য জিনিসপত্র দিয়েই জামাকাপড় থেকে হলুদের দাগ নিমেষেই তোলা সম্ভব৷ এই প্রতিবেদনে আমরা আলোচনা করব সেই সমস্ত ঘরোয়া টোটকা নিয়ে৷
advertisement
2/8
দাঁত ব্রাশ করার পাশাপাশি টুথপেস্টের বেশ কিছু আশ্চর্যজনক ব্যবহার রয়েছে৷ যার মধ্যে একটি হল পোশাকের দাগ দূর করা। আপনার পোশাক ভিজিয়ে নিন, তারপর দাগযুক্ত জায়গায় সাদা টুথপেস্ট পাতলা করে লাগিয়ে দিন৷ তারপর পুরনো টুথব্রাশ দিয়ে ধীরে ধীরে ঘষুন। ৩০ সেকেন্ড ঘষার পরে জামাটি ধুয়ে ফেলুন।
advertisement
3/8
সাদা পোশাকের ক্ষেত্রে সেরা ফলাফলের জন্য, সাদা টুথপেস্ট ব্যবহার করুন। রঙিন টুথপেস্ট ব্যবহার করা এড়িয়ে চলুন৷ টুথপেস্ট পদ্ধতিটি সাধারণত সুতির কাপড়ে বেশি ভাল কাজ করে।
advertisement
4/8
ব্যথা উপশমের জন্য আমরা সাধারণত অ্যাসপিরিন জাতীয় ওষুধ ব্যবহার করে থাকি৷ কিন্তু, জানেন কি, কড়া দাগ ওঠানোর জন্যেও অ্যাসপিরিন অত্যন্ত কার্যকরী৷ একটি জায়গায় ৩-৪ টি অ্যাসপিরিন ট্যাবলেট গুঁড়ো করুন, তারপর একটি পেস্ট তৈরি করতে গরম জল মেশান তাতে। তারপর পেস্টটি দাগের উপর ঘষুন এবং ২ ঘণ্টা রেখে দিন। শেষে, ঈষদুষ্ণ গরম জলের সাহায্যে দাগযুক্ত পোশাকটি স্বাভাবিক ভাবে ধুয়ে ফেলুন।
advertisement
5/8
চূর্ণ করা অ্যাসপিরিন পদ্ধতিটি কাজ করে কারণ অ্যাসপিরিনের প্রধান উপাদান হল স্যালিসিলিক অ্যাসিড, যা ভিনেগার বা লেবুর রসের মতোই দাগ দূর করতে কার্যকর। মনে রাখবেন যে চূর্ণ করা অ্যাসপিরিন শুধুমাত্র সাদা পোশাকে ব্যবহার করা উচিত, কারণ এটি আপনার রঙিন কাপড়কে বিবর্ণ করতে পারে।
advertisement
6/8
দাগ লাগা অংশে পাতিলেবুর রস মাখিয়ে রেখে দিন কিছু ক্ষণ। এর পর তাতে নুন মাখিয়ে ডিটারজেন্টে ধুয়ে নিন। সহজে দাগ উঠবে। জলে লেবুর রস মিশিয়ে সেই জল গরম করুন। গরম করার সময় আরও কয়েক কুচি লেবু ওতে যোগ করে নিন। এ বার সেই জল পোশাক কাচার জলের সঙ্গে মিশিয়ে দিন। এই জলে জামাকাপড় ধুলে জামায় লেগে থাকা নাছোড় দাগ উঠবে সহজে।
advertisement
7/8
আধ কাপ জলে কিছুটা ভিনিগার যোগ করুন। এ বার সেই মিশ্রণ দাগের জায়গায় লাগিয়ে রাখুন। ভিনিগারের অ্যাসিডের দাগ শোষণ করার ক্ষমতা প্রবল। এর পর সাধারণ ডিটারজেন্টে ধুয়ে নিন পোশাক।
advertisement
8/8
তিন টেবিল চামচ বেকিং সোডা জলের সঙ্গে মিশিয়ে নিন। সেই ঘন মিশ্রণ লাগিয়ে রাখুন দাগ লাগা অঞ্চলে। ঘণ্টাখানেক রাখার পর সেই পোশাক ভাল করে কেচে নিন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
How to remove yellow stain: লাগবে না দামি ডিটারজেন্ট...১ মিনিটেই উঠবে হলুদের দাগ! এই সব ঘরোয়া টোটকায় হয় ম্যাজিকের মতো কাজ
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল