Anti Aging Tips in 30s: তিরিশেই বয়সের ছাপ মুখে? এই ১ সবজি নিংড়ে নেবে বার্ধক্য! ঝকঝকে ত্বকে ফিরবে আত্মবিশ্বাস
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
তিরিশেই হানা দিয়েছে বার্ধক্যের রেখা? চোখের নীচে ফুলোভাব, ঠোঁটের দু'পাশে গভীর হচ্ছে স্মাইললাইন? সচেতন হন আজই। অকালে বার্ধক্য যাতে কাছে না ঘেঁষে, রয়েছে তাঁর দুর্দান্ত উপায়!
advertisement
1/14

তিরিশেই হানা দিয়েছে বার্ধক্যের রেখা? চোখের নীচে ফুলোভাব, ঠোঁটের দু'পাশে গভীর হচ্ছে স্মাইললাইন? সচেতন হন আজই। অকালে বার্ধক্য যাতে কাছে না ঘেঁষে রয়েছে তাঁর দুর্দান্ত উপায়!
advertisement
2/14
৩০ পেরোলেই নানা রোগ বাসা বাঁধে শরীরে। ত্বকের জেল্লাও ফিকে হতে থাকে অনেকেরই। তবে সব কিছুরই রয়েছে সমাধান।
advertisement
3/14
চিকিৎসকরা জানাচ্ছেন, ত্বকের বলিরেখার সমস্যা দূর করতে পারে সবজি। নিয়মিত ফল এবং সবজি খাওয়ার উপকারিতা নিশ্চয়ই জানেন?
advertisement
4/14
তবে, কোন বিশেষ সবজি ত্বকের বলিরেখা দূর করে? জানেন?
advertisement
5/14
আমেরিকার জনপ্রিয় পুষ্টিবিদ তথা চিকিৎসক লিলি থমাস জানান, ত্বকের উন্নতির জন্য পেঁপের বিকল্প নেই। পেঁপে দিয়ে কী ভাবে পাবেন বলিরেখামুক্ত ত্বক? জানালেন তিনি।
advertisement
6/14
পেঁপেতে ২০০ শতাংশ ভিটামিন সি থাকে! যা রোগ প্রতিরোধে সাহায্য করে নতুন কোশের জন্ম দেয়।
advertisement
7/14
পেঁপে খেলে কোলাজেন তৈরি হয় শরীরে। মুখের ত্বকেও ফেরে জেল্লা।
advertisement
8/14
পেঁপেতে থাকে অ্যান্টি অক্সিডেন্ট, যা শরীর থেকে টক্সিন বা ক্ষতিকারক জিনিস নিংড়ে বের করে দেয়।
advertisement
9/14
পেঁপে খেতে বেশিরভাগ মানুষই একদমই পচ্ছন্দ করে না। কিন্তু পেঁপের গুণ শুনলে আবাক হবেন। শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে, কোষ্ঠকাঠিন্য কমাতে ও লিভারের গুণাগুণ বাড়াতে পেঁপে কাজে লাগে।
advertisement
10/14
পেঁপের ফেসপ্যাক: পাকা পেঁপে কেবল খেতে যেমন সুস্বাদু, তেমনই ত্বককেও সুস্থ রাখে৷ ট্যান দূর করতে বাড়িতেই বানিয়ে ফেলুন ঘরোয়া ফেসপ্যাক৷
advertisement
11/14
কোলাজেন বৃদ্ধি পেলে মুখের ত্বকে আসবে পেলবতা। আগের ছেয়েও বেশি মসৃণ, ভাঁজহীন ত্বক একমাত্র দিতে পারে পেঁপে।
advertisement
12/14
পেঁপের সঙ্গে দুধ মিশিয়ে বানিয়ে নিন ঘন প্যাক। যেটি কাজ করবে ক্লিনজারেরও।
advertisement
13/14
হজমের গোলমাল কমানো থেকে রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি— পেঁপের অনেক গুণ। কোষ্ঠকাঠিন্য নিরাময়ই হোক বা নিমেষে ত্বকের জেল্লা বৃদ্ধি— সামগ্রিক ভাবে সুস্থ থাকতেও পেঁপের জুড়ি মেলা ভার।
advertisement
14/14
পেঁপের সঙ্গে চালের গুঁড়ো মিশিয়ে বানাতে পারেন স্ক্রাব, ঝকঝক করবে আপনার ত্বক।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Anti Aging Tips in 30s: তিরিশেই বয়সের ছাপ মুখে? এই ১ সবজি নিংড়ে নেবে বার্ধক্য! ঝকঝকে ত্বকে ফিরবে আত্মবিশ্বাস