Mosquito: কিনতে হবে না, কোনও কেমিক্যাল লাগবে না...বাড়িতেই বানিয়ে ফেলুন মশা তাড়ানোর ব্রহ্মাস্ত্র! রিফিলে ভরে নিলেই ম্যাজিক
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Mosquito Repellent Liquid: সস্তায় খুব সহজে তৈরি করে নিতে পারবেন এই কয়েলের লিক্যুইড। এই রিফিল বানাতে ঝামেলাও কম। সেইসঙ্গে এটি কোনও কেমিক্যাল নয়, ফলে স্বাস্থ্যের ক্ষতিও কম।
advertisement
1/10

গরম পড়তে না পড়তেই মশার জ্বালায় অতিষ্ঠ বেশিরভাগ সকলে। ক্রমাগত কামড়ে বিরক্তকর পরিস্থিতি। মশা তাড়ানোর হাজারো পন্থা রয়েছে। সবচেয়ে জনপ্রিয় ইলেকট্রিক কয়েল বা লিক্যুইডেটর মেশিন।
advertisement
2/10
কিন্তু এই মেশিন চালিয়ে মশা তাড়ানোর ক্ষেত্রেও বেশ কিছু সমস‍্যা রয়েছে। মশার কয়েলের গন্ধ অনেকেরই সহ‍্য হয়না। বন্ধ ঘরে বিষাক্ত মশার কয়েলের গন্ধে অনেকে শারীরিক অস্বস্তিও বোধ হয়।
advertisement
3/10
কিছু বিশেষ শারীরিক অবস্থার ক্ষেত্রে চিকিত্‍সকরাও বারণ করে থাকেন কয়েল ব‍্যবহারের ক্ষেত্রে। পাশাপাশি মশার কয়েল রোজ জ্বললে কিছুদিন পরেই শেষ হয়ে যায় লিক‍্যুইড।
advertisement
4/10
তারপরেই আবার নতুন করে কিনতে হয় মশা তাড়ানোর লিক‍্যুইড। তবে এবার আর চিন্তা নেই। মশার কয়েলের লিক‍্যুইড শেষ হয়ে গেলে ফের বাড়িতেই বানিয়ে নেওয়া যেতে পারে।
advertisement
5/10
সস্তায় খুব সহজে তৈরি করে নিতে পারবেন এই কয়েলের লিক‍্যুইড। এই রিফিল বানাতে ঝামেলাও কম। সেইসঙ্গে এটি কোনও কেমিক‍্যাল নয়, ফলে স্বাস্থ‍্যের ক্ষতিও কম।
advertisement
6/10
বাড়িতে ভিক্স এবং বেকিং সোডা দিয়ে মশা তাড়ানোর রিফিল তৈরি করতে পারেন। এটি বানানোর জন্য আপনাকে প্রয়োজন হবে হাফ চামচ ভিক্স, একটু বেকিং সোডা, গরম জল এবং পুরানো মশা তাড়ানোর রিফিলের মেশিন
advertisement
7/10
প্রথমে গরম জন নিন। এতে ভিক্স এবং বেকিং সোডা ভালভাবে মিশিয়ে নিন। ভাল করে মেশাতে হবে, যতক্ষণ না ঠিকঠাকভাবে দুটি মিশে যায়।
advertisement
8/10
এই মিশ্রণটি ঠান্ডা হতে দিন। ঠান্ডা হয়ে গেলেই পুরনো মশা তাড়ানোর রিফিলের বোতলে ভরে নিন। সস্তায় তৈরি হবে মশা তাড়ানোর ব্রহ্মাস্ত্র।
advertisement
9/10
রিফিলটি এখন মশা তাড়ানোর মেশিনে লাগিয়ে প্লাগ ইন করে দিন। মেশিন চালু করতেই ভিক্স এবং বেকিং সোডার গন্ধ ঘরে ছড়িয়ে পড়বে এবং মশা পালাবে।
advertisement
10/10
ভিক্সে থাকা মেন্থল এবং বেকিং সোডার গন্ধ মশা তাড়াতে সাহায্য করে। এই পদ্ধতি শুধু সস্তা নয়, কেমিক্যাল ফ্রি হওয়ায় স্বাস্থ্যের উপরও কোনও খারাপ প্রভাব ফেলে না। এই রিফিলটি প্রতি ২-৩ দিনে পরিবর্তন করা জরুরি যাতে এটি ভালোভাবে কাজ করে
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Mosquito: কিনতে হবে না, কোনও কেমিক্যাল লাগবে না...বাড়িতেই বানিয়ে ফেলুন মশা তাড়ানোর ব্রহ্মাস্ত্র! রিফিলে ভরে নিলেই ম্যাজিক